ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

দুই গঞ্জের লড়াইয়ে জয় ফরাশগঞ্জের

প্রকাশিত: ০৬:০৭, ২১ ডিসেম্বর ২০১৭

দুই গঞ্জের লড়াইয়ে জয় ফরাশগঞ্জের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই দলের নামের মধ্যেই ‘গঞ্জ’ শব্দটি আছে। এক দলের খেতাব ‘লালকুঠি’। আরেক দলের খেতাব তিনটি, ‘আইলো’, ‘ডাইলপট্টি’ এবং ‘জায়ান্ট কিলার’। তারা আবার ১৯৭৭ সালের লীগেও রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছিল একবার। অথচ কিনা বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বুধবারের দ্বৈরথে হেরে গেল দ্বিতীয় দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। লীগের প্রথম সাক্ষাতে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। এই জয়েও পয়েন্ট টেবিলের তলানিতেই থেকে গেল ফরাশগঞ্জ। ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকায় একধাপ ওপরে রহমতগঞ্জ। ৮ মিনিটেই সেটপিস থেকে ম্যাচে লিড নেয় ফরাশগঞ্জ। টপ ডি’র সামনে চিনেদো ম্যাথিউকে ফাউল করেন রহমতগঞ্জের এক ডিফেন্ডার। ফলে বিপজ্জনক স্থানে ফ্রি কিক পেয়ে যায় ফরাশগঞ্জ। মিনহাজুল আবেদিন দারুণ এক শট করেন যা রহমতগঞ্জের মানব দেয়াল টপকে বারে লেগে আশ্রয় নেয় জালে। আনন্দে ভাসে ফরাশগঞ্জ শিবির (১-০)। ৭৩ মিনিটে মুন্নার সেন্টার থেকে পোস্টের কাছে বল বুঝে নিয়ে ঠান্ডা মাথায় প্লেসিং করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ (২-০)। ইনজুরি টাইমে (৯০+৫) রহমতগঞ্জের জালে শেষ পেরেকটি ঠুকেন মুন্না (৩-০)। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছেড়েছে কামাল বাবুর শিষ্যরা। বিজয় দিবস খো খো স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার পল্টন ময়দানে বিজয় দিবস খো খো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট বাছাইকৃত ৮টি দল (মহিলা ও পুরুষ) চাঁদপুর, ঢাকা (পুরুষ ও মহিলা), কোয়ান্টাম ফাউন্ডেশন, বরিশাল, গাজীপুর, নাটোর অংশগ্রহণ করে। মেয়েদের বিভাগে চাঁদপুর ঢাকা জেলাকে এবং পুরুষ বিভাগে কোয়ান্টাম ফাউন্ডেশন ঢাকা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ সচিব অপরুপ চৌধুরী। পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী জনাব আরিফ খান জয়। জাতীয় এ্যাথলেটিক্স শুরু শুক্রবার স্পোর্টস রিপোর্টার ॥ ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’ আগামী শুক্র, শনি ও রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় আইএএএফের সহ-সভাপতি এবং এশিয়ান এ্যাথলেটিক্স এ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল দাহলান আল-হামাদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন আরিফ খান জয় (যুব ও ক্রীড়া উপমন্ত্রী), নাজমুল হাসান পাপন (সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এবং তমাল পারভেজ (চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড)। প্রতিযোগিতার মোট বাজেট ১৬ লাখ ৩৪ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দেবে ৮ লাখ টাকা। বাকি টাকা ফেডারেশনের তহবিল হতে ব্যয় করা হবে। এই প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সব বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০০ (পুরুষ ও মহিলা) এ্যাথলেট অংশ নেবেন। প্রতিযোগীরা দুই গ্রুপে ৩৬ ইভেন্টে খেলবেন। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টায় প্রতিযোগিতার সমাপনী ঘোষণা ও পুরস্কার বিতরণ করবেন ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর। জাতীয় মহিলা হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান ‘এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা’য় বুধবারের খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব দল ফেনী জেলা দলকে, কিশোরগঞ্জ জেলা দল ফরিদপুর জেলা দলকে, নওগাঁ জেলা দল জামালপুর জেলা দলকে, যশোর জেলা দল মেহেরপুর জেলা দলকে, ঢাকা জেলা দল দিনাজপুর জেলা দলকে, পঞ্চগড় জেলা দল নড়াইল জেলা দলকে, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব দল কিশোরগঞ্জ জেলা দলকে, ফরিদপুর জেলা দল ফেনী জেলা দলকে এবং পঞ্চগড় জেলা দল ঢাকা জেলা দলকে হারায়।
×