ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির দাতব্য সংস্থায় রংপুর রাইডার্সের এ্যাম্বুলেন্স

প্রকাশিত: ০৫:৫৩, ২১ ডিসেম্বর ২০১৭

মাশরাফির দাতব্য সংস্থায় রংপুর রাইডার্সের এ্যাম্বুলেন্স

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আশা পূরণ করেছে বিপিএলের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। রংপুরকে নেতৃত্ব দিয়ে এবার বিপিএলে শিরোপা এনে দিয়েছেন মাশরাফি। মাশরাফিরও আশা পূরণ করেছে রংপুর রাইডার্স। দলটি মাশরাফির দাতব্য সংস্থায় এ্যাম্বুলেন্স দিয়েছে। নড়াইলবাসীর জন্য একটি এ্যাম্বুলেন্স চেয়েছিলেন মাশরাফি। যেটি তার ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ দাতব্য সংস্থায় থাকবে। সংগঠনটি চিকিৎসা সুবিধা থেকে শুরু করে নড়াইলের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন মাশরাফি, তখনই একটি এ্যাম্বুলেন্সের চাহিদার কথা জানান। রংপুর রাইডার্স কর্তৃপক্ষও রাজি হয়। ফাউন্ডেশনের কাছে এ্যাম্বুলেন্স হস্তান্তরও করা হয়েছে। এ্যাম্বুলেন্সটি এখন থেকে নড়াইলের যে কোন মানুষের জরুরী চিকিৎসা সেবায় কাজে লাগানো হবে। বুধবার সকালে এ্যাম্বুলেন্সটি নড়াইলবাসীর জন্য উপহার হিসেবে দিতে নড়াইল পৌঁছান মাশরাফি। মাশরাফিই এ্যাম্বুলেন্সটি সঙ্গে করে নড়াইল নিয়ে যান। সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তায় রাখা হয়েছে। এই এ্যাম্বুলেন্সটি সামান্য পয়সায় তাদের সেবা দেবে। অন্য যেসব প্রতিষ্ঠান এ্যাম্বুলেন্স সার্ভিস দেয় তাদের থেকে এই এ্যাম্বুলেন্সে সেবা পেতে কম পয়সা লাগবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নড়াইলের সার্বিক উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন কাজ করছে।
×