ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গেল নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৫:৫০, ২১ ডিসেম্বর ২০১৭

প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজ শুরুর আগে ফর্মের তুঙ্গে থাকা ক্রিস গেইলকে নিয়ে চিন্তার কথা জানিয়েছিল কিউইরা। বিপিএলে বাংলাদেশ কাঁপিয়ে নিউজিল্যান্ডে পা রাখেন জ্যামাইকান ব্যাটিংদানব। প্রথম ওয়ানডেতে ব্যর্থ গেইল আউট হয়েছেন ২২ রান করে, ব্যর্থ তার দল ওয়েস্ট ইন্ডিজও হেরে গেছে ৫ উইকেটে। আয়েশী জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৮ রানের সাদামাটা স্কোর গড়ে জেসন হোল্ডারের উইন্ডিজ। জবাবে ৫ উইকেট হারিয়ে ৪ ওভার আগেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্বাগতিক পেসার ডগ ব্রেসওয়েল। শনিবার ক্রাইস্ট চার্চে দ্বিতীয় ওয়ানডে। সফরে এর আগে দুই টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয় ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারদের রঙিন পোশাকের শুরুটাও হলো বিবর্ণভাবে। ১৪ মাস পর দলে ফিরেই দুর্দান্ত বোলিং করছেন ডগ ব্রেসওয়েল। ওয়েংগিরিতে অভিষেকে আলো ছড়িয়েছেন টড এ্যাস্টল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংÑ তিন বিভাগেই দুর্দান্ত পারফর্মেন্সে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে নিউজিল্যান্ড। ক্রিস গেইল, এভিন লুইসের মতো বড় তারকা দলে ফিরলেও পারলেন না ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে। গেইল ও লুইসের মতো বিস্ফোরক দুই ব্যাটসম্যান ইনিংসের সূচনা করেছিলেন স্বভাববিরুদ্ধভাবে, বেশ মন্থরতায়। প্রথম ৩ ওভারে কোন রানই আসেনি। প্রথম ৫ ওভারে রান ছিল ৪। এরপরই কিছুটা হাত খোলেন দু’জনে। পরের ৫ ওভারে রান আসে ৩৬। এরপরই বিপত্তি। দীর্ঘদিন পর দলে ফেরা কিউই পেসার ব্রেসওয়েল নিজের প্রথম বলেই ফিরিয়ে দেন গেইলকে। ৩ চার ১ ছক্কায় ৩১ বলে ২২ করেন বাঁহাতি ওপেনার। এক বল পরই ব্রেসওয়েল ফেরান শাই হোপকে। শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি একমাত্র রিভিউটিও নষ্ট করেন হোপ। ওয়েস্ট ইন্ডিজ সেরা জুটি পায় এরপরই। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন লুইস ও শিমরন হেটমায়ার। হেটমায়ারকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন টড এ্যাস্টল। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত ব্যাটসম্যানকে ২৯ রানে ফেরান নিউজল্যান্ড লেগস্পিনার। এক সময় ওপেনিং ব্যাটসম্যান থেকে পরে লেগস্পিনার বনে যাওয়া এ্যাস্টল বড় ধাক্কাটিও দেন লুইসকে ফিরিয়ে। টিভি রিপ্লেতে যদিও দেখা গেছে বল চলে যেত স্টাম্পের বাইরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ছিল না রিভিউ। ১০০ বলে ৭৬ রান করে ফেরেন লুইস। অথচ তাকে ভাবা হয় গেইলের পর ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে আক্রমনাত্মক ব্যাটসম্যান। মিডল অর্ডারে জেসন মোহাম্মদ ও জেসন হোল্ডার সুবিধা করতে পারেননি। সাতে নামা রোভম্যান পাওয়েলের ঝড়ো ফিফটি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যায় আড়াই শ’র কাছাকাছি। চার ছক্কায় ৫০ বলে ৫৯ করেন পাওয়েল। রান তাড়ায় ৫ উইকেট হারালেও কখনই মনে হয়নি হারতে পারে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই কাজ অনেকটা এগিয়ে দেন জর্জ ওয়ার্কার ও কলিন মুনরো। ১০০ বলে ১০৮ রানের জুটি গড়েন দু’জন। ৩৬ বলে ৪৯ করে আউট হন কদিন আগেই বিপিএল মাতানো মুনরো। ৬৬ বলে ৫৭ করে অফ স্পিনার এ্যাশলে নার্সের ভেতরে ঢোকা বলে বোল্ড হন বাঁহাতি ওয়ার্কার। এরপর উইলিয়ামসন-ল্যাথামরা রান করলেও পারেননি ইনিংস টেনে নিতে। অপরাজিত ৪৯ রানে দলের জয় নিয়ে ফিরেছেন অভিজ্ঞ রস টেইলর। ৩১ বছর বয়সে ওয়ানডে অভিষেকে ৩ উইকেটের পাশাপাশি অপরাজিত ১৫ রান করেছেন এ্যাস্টল। তবে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়ে দলে ফেরাকে রাঙিয়ে রাখেন ব্রেসওয়েল। স্কোর কার্ড ওয়েস্ট ইন্ডিজ ২৪৮/৯ (৫০ ওভার; গেইল ২২, লুইস ৭৬, শাই হোপ ০, হেটমায়ার ২৯, জেসন ৯, হোল্ডার ৮, পাওয়েল ৫৯, নার্স ২, বিটন ৩, উইলিয়ামস ১৬*, গ্যাব্রিয়েল ০*; সাউদি ০/৪৯, বোল্ট ০/৪৮, ফার্গুসন ২/৪৯, ব্রেসওয়েল ৪/৫৫, টড এ্যাস্টল ৩/৩৩, মুনরো ০/৮ )। নিউজিল্যান্ড ২৪৯/৫ (৪৬. ওভার; ওয়ার্কার ৫৭, মুনরো ৪৯, উইলিয়ামসন ৩৯, টেইলর ৪৯*, লাথাম ১৭, নিকোলস ১৭, এ্যাস্টল ১৫*; গ্যাব্রিয়েল ০/৫৭, বিটন ০/৪২, হোল্ডার ২/৫২, উইলিয়ামস ১/১৮, নার্স ২/৫৫, জেসন ০/১৩, পাওয়েল ০/১০)। ফল ॥ নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ॥ ডগ ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।
×