ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশেষ টেলিফিল্ম ‘অচল’

প্রকাশিত: ০৫:২৯, ২১ ডিসেম্বর ২০১৭

বিশেষ টেলিফিল্ম ‘অচল’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘অচল’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন মুসাফির রনি। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মের শূটিং হয়েছে। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সুদীপ বিশ্বাস, বিথী রানী সরকার, খায়রুল আলম টিপু, এস এম কামরুল বাহার, মাসুদ আহমেদ, শামীম মোল্লা, তোতা, নাজিম হামিদ, জুটন, বাপ্পি, শাওন, স্মৃতিসহ আরও অনেকে। টেলিফিল্মে অতিথি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মৌটুসী বিশ্বাসকে। টেলিফিল্মটি চলতি মাসেই চ্যানেল আইতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। টেলিফিল্মের গল্পে দেখা যাবে টগরের বয়স ৪৫। একজন শিক্ষিত এবং বেকার। তার বেকারত্বের কারণ সে চাকরি পায়নি বা কিছু করতে পারছে না, তা না। সে আসলে স্বেচ্ছায় বেকার। এর আগে সে বেশ কয়েকটা চাকরি করেছে। কিন্তু সব চাকরিই তাকে ছেড়ে আসতে হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে সে কোন অন্যায় করে না অন্যায় মেনে নিতেও পারে না। ব্যবসাও শুরু করেছে কয়েকবার কিন্তু প্রত্যেক ব্যবসাতেই সে কোন না কোন অন্যায় পথ খুঁজে পেয়েছে পরিপূর্ণ সৎ ভাবে কিছুই করতে পারেনি। তাই নিজেকে গুটিয়ে নিয়েছে। চোখের সামনে সে দেখছে মানুষ দিন দিন কিভাবে অন্যায়ের পথে পা বাড়াচ্ছে। আগে তার প্রচন্ড রাগ হতো কিন্তু এখন বুঝতে পারছে রাগ করে কোন লাভ নেই। মানুষকে বোঝাতে হবে। বদলে যাওয়া এই সময়টাতে পাশে দাঁড়াতে হবে সবার। আর সে কারণেই যেই লোক ফলে কেমিক্যাল মেশাচ্ছে সে তাকে গিয়ে বোঝায় এটা কত বড় অন্যায়। মাছে যে ফরমালিন দিচ্ছে তাকে গিয়ে এর ক্ষতিকর দিকটা বুঝিয়ে বলে। যে দোকানদার ডেট ওভার হয়ে যাওয়া পন্য বিক্রি করছে বোঝাচ্ছে তাকেও। বুঝিয়ে বলে প্রকাশ্যে যে সিগারেট খাচ্ছে তাকে অথবা উল্টা পথে যে গাড়ি চালাচ্ছে তাকে। এখন তার একমাত্র কাজ হচ্ছে রাস্তায় রাস্তায় হেঁটে যাকে অন্যায় করতে দেখে তাকেই বুঝিয়ে বলা। বেশির ভাগ লোকই তাকে বোঝে না। পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাড়িয়ে দেয়। ওর এই সাধারণ জীবন যাপন এতই সাধারণ যে সবার কাছে সে অচল হিসাবে পরিচিত হয়। প্রথম প্রথম টগর খুব মন খারাপ করত কিন্তু এখন করে না। বাইরের মানুষের দোষ কি নিজের স্ত্রীও তাকে ভুল বুঝে চলে গেছে। টগর খুব কষ্ট পেয়েছিল তাতে, কিন্তু সে জানে বৌয়ের রাগ ভাঙ্গানোর চাইতে মানুষকে বোঝানো অনেক গুরুত্বপূর্ণ। এভাবেই এগিয়ে চলে ‘অচল’ টেলিফিল্মের গল্প।
×