ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন সালমা ও শাদমান

প্রকাশিত: ০৫:২৯, ২১ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন সালমা ও শাদমান

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সালমা কিবরিয়া ও শাদমান কিবরিয়া। গানটির সুর করেছেন সৈয়দ আজাদ রহমান এবং সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। ধানম-ি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ও সোহরাওয়ার্দী উদ্যোনে গানের ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি সম্প্রতি ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে। গানটির কথা ‘আমার বাংলাদেশ তুমি দুর্বার দুর্জয় তোমার পতাকা উড়ছে আজ সারা বিশ্বময়। সর্বকালের সর্বশ্রষ্ঠ বীর বাঙালী তিনি, স্বাধীনতার সূর্যোদয়ের আলো জ্বেলেছেন যিনি, বঙ্গবন্ধু জাতির পিতা অম্লান অক্ষয়, যার স্বাধীনতার বজ্রকণ্ঠ করেছে বিশ্বজয়।’ এ প্রসঙ্গে সালমা কিবরিয়া বললেন, ছোটবেলায় বাবা-মার মুখে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জেনেছি। সেই থেকেই তাঁর প্রতি জন্মেছিল অপরিমেয় শ্রদ্ধাবোধ। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার পর গানটা লেখার অনুপ্রেরণা আসে। তারপর গানটা লিখি। বঙ্গবন্ধুর বাংলাদেশের জন্য অনেক করেছেন। কিন্তু আমি বঙ্গবন্ধুকে কি দিয়েছি। তাই বঙ্গবন্ধুকে কিছু দেয়ার জন্য গানটা করা। শাদমান কিবরিয়া বললেন, বঙ্গবন্ধুকে নিয়ে গান গাও তো আমার জন্য সৌভাগ্যের। আমি যখন আমার মায়ের সঙ্গে এই গানটা গাইলাম আমার মনে হচ্ছে বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি। আমার মতো অনেক তরুণ এই গানের মাধ্যমে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানার চেষ্টা করবে আশা করি।
×