ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাল মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ’

প্রকাশিত: ০৫:২৮, ২১ ডিসেম্বর ২০১৭

কাল মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ’

স্টাফ রিপোর্টার ॥ যুগল নির্মাতা অপূর্ব-রানা নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ইনোসেন্ট লাভ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক জেফ ও চিত্রনায়িকা পরীমনি। রমিজ উদ্দিনের প্রযোজনায় এ চলচ্চিত্রে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, কাবিলাসহ অনেকে। ‘ইনোসেন্ট লাভ’ চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও আছে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম। আগামীকাল ২২ ডিসেম্বর ‘ইনোসেন্ট লাভ’ চলচ্চিত্রটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, পরিচালক নাদের চৌধুরী, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, নানা শাহ, চলচ্চিত্র প্রযোজক রমিজ উদ্দিন, পরিচালক অপূর্ব রানা, জেফ, পরীমনিসহ আরও অনেকেই। অনুষ্ঠানে কাজী হায়াৎ বলেন, এখন কেন মানুষ সিনেমা দেখতে হলে আসেন না? বিষয়টি আমাকে ভীষণ ভাবায়। অথচ একসময় হল ভর্তি দর্শক ছিল। মানুষ মুখে মুখেই চলচ্চিত্রের প্রচার করে দিত। এমনও হয়েছে কোনো চলচ্চিত্র মুক্তি পেয়েছে কোন রকম প্রচার ছাড়াই। পরে দেখা গেছে ওই চলচ্চিত্রটি হিট হয়ে গেছে। যাই হোক, একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। আমি চাই এই প্রযোজকের লগ্নিকৃত টাকা যেন ফেরত পান। আব্দুল আজিজ বলেন, সিনেমা হল বাঁচাতে হলে নিয়মিত ভাল চলচ্চিত্র মুক্তি দেয়া প্রয়োজন। মাঝে কিছু চলচ্চিত্র ব্যবসা করেছে বলে আমরা টিকে আছি। না হলে হয়ত এই হলগুলোও থাকত না। আমি নিজে ১৫টি হলের মালিক। আমি জানি, আমাদের কী অবস্থা। যাই হোক, এই চলচ্চিত্রের সাফল্য কামনা করি। ‘ইনোসেন্ট লাভ’ চলচ্চিত্রের যুগল পরিচালকের একজন অপূর্ব। তিনি বলেন, ‘পরীমনি ভাল অভিনেত্রী, গত শুক্রবার ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রে দর্শক তার প্রমাণ পেয়েছেন। আগামীকাল শুক্রবার আমরা মুক্তি দিচ্ছি পরীমনির আরেকটি চলচ্চিত্র ‘ইনোসেন্ট লাভ’। একেবারেই প্রেম নির্ভর একটি চলচ্চিত্র এটি। আশা করি, দর্শক চলচ্চিত্রটি ভালভাবে নেবেন।
×