ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

প্রকাশিত: ০৫:২৪, ২১ ডিসেম্বর ২০১৭

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষে মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিএসএমএমইউতে ভর্তি থাকাকালে এই গুণী মানুষটির চিকিৎসাসেবার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বুধবার দুপুরে বাসায় যাওয়ার আগে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর কপালে তাঁর পরম মমতার হাত বুলিয়ে দেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন। এ সময় উপাচার্য বলেন, আপনার (ফেরদৌসী প্রিয়ভাষিণী) চিকিৎসাসেবার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সব সময় পাশে রয়েছে। চিকিৎসার জন্য যখন যা প্রয়োজন হয়, বলবেন; আমরা সাধ্যমতো চেষ্টা করব। এ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকবৃন্দ আপনার পাশে আছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন উপস্থিত ছিলেন। প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গত ২৩ নবেম্বর হেপাটোলজি (লিভার) বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীনে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের নানা সমস্যায় ভুগছেন। এছাড়াও তাঁর বাম পায়ের গোড়ালিতে সমস্যা থাকায় অস্ত্রোপচার করা হয়। -বিজ্ঞপ্তি
×