ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশু নীলকে আদালতে হাজির করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:২৩, ২১ ডিসেম্বর ২০১৭

শিশু নীলকে আদালতে হাজির করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ মায়ের কাছ থেকে নিয়ে যাওয়ার পর ফেরত না দেয়ায় খুলনার সোনাডাঙ্গার ২০ মাস বয়সী শিশু মৌসুম গাইন নীলকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই শিশুকে সঙ্গে নিয়ে আগামী ৭ জানুয়ারি দাদি ও চাচাকে হাজির হতে বলেছে আদালত। শিশু নীলের মায়ের করা এক রিট আবেদন শুনানি নিয়ে বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা। আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা জানান, শিশু মৌসুম গাইন নীলকে চলতি বছরের ১৭ এপ্রিল তার দাদি ও চাচা এসে তাদের সঙ্গে করে নিয়ে যায়। এরপর আর তাকে ফেরত না দেয়ায় হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। ওই রিটের শুনানি নিয়ে আদালত আগামী ৭ জানুয়ারি বাচ্চাটিকে হাজির করতে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, যেহেতু বাচ্চাটি এখনও মায়ের দুধ খায়। সে হিসেবে বাচ্চাটি মায়ের কাছেই থাকবে। আদালত এ বিষয়ে ৭ জানুয়ারি আদেশ দেবে। নীলের মা ফরিদা ইয়াসমিন মনি বলেন, আমার স্বামী নিউটন গাইন সনাতন ধর্মাবলম্বী ছিলেন। সে ধর্মান্তরিত হয়ে লিটন হোসেন নাম ধারণ করেন। এরপর আমাদের বিয়ে হয়। তার পরিবার প্রথমে আমাদের বিয়ে মেনে নিতে পারেনি। কিন্তু আমার সন্তান হওয়ার পর থেকে ওদের সঙ্গে আমাদের একটি ভাল সম্পর্ক হয়। ঢাকার মুগদার বাসায় আমার শ্বশুরবাড়ির লোকেরা আসা যাওয়া করত। পরে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। তারপর একপর্যায় আমার সন্তানকেও তারা নিয়ে যায়। পরে আমি আমার স্বামী-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করি।
×