ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসলামাবাদকে সতর্ক করল ওয়াশিংটন

হাফিজ সাঈদের নির্বাচনে অংশগ্রহণ ॥ যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

প্রকাশিত: ০৫:২১, ২১ ডিসেম্বর ২০১৭

হাফিজ সাঈদের নির্বাচনে অংশগ্রহণ ॥ যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নবেম্বরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানী সন্ত্রাসী নেতা হাফিজ সাঈদের আগামী নির্বাচনে অংশগ্রহণের খবরে যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বার্তায় বলা হয় হাফিজ সাঈদকে ধরিয়ে দেয়ার পুরস্কার হিসেবে তাদের প্রশাসন এক কোটি ডলার ঘোষণা করেছে। এটি জানার পর তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিলে পাকিস্তান যথোপযুক্ত কাজ করবে। লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হিসেবে হাফিজ সাঈদের নাম সকলের জানা। মুম্বাই হামলায় ১৬৪ জনের নিহত হওয়ার পর ২০০৮ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ হাফিজের সাঈদকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। গত মাসে উচ্চতর আদালতের নির্দেশে হাফিজ সাঈদকে গৃহবন্দীর থেকে মুক্তি দেয়া হয়। মুক্তি লাভের পর হাফিজ ঘোষণা করেন যে, তিনি ও তার সহযোগীরা আগামী নির্বাচনে মিলি মুসলিম লীগ বা এমএমএল দলের অধীনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তান সরকার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নওরেত বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, তার (সাঈদের) সংগঠনই এসব হামলার জন্য দায়ী। মার্কিন সরকার যথোপযুক্ত কারণের ওপর ভিত্তি করেই এটিকে বিদেশী সন্ত্রাসী সংস্থা হিসেবে বিবেচনা করে থাকে- এ প্রেক্ষিতে আমার আশা যে তারা (পাকিস্তান) সঠিক কাজটিই করবে। পাকিস্তানের দৈনিক ডন খবর দিয়েছে যে, গত সেপ্টেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন হাফিজ সাঈদের এমএমএল দলকে একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। সেই সঙ্গে নির্বাচন কমিশন কোন প্রার্থীকে নির্বাচনী প্রচারে এই দলের নাম ব্যবহার করতে নিষেধ করে দেয়। কিন্তু লাহোর হাইকোর্ট সাঈদের মুক্তির নির্দেশ দিলে ভারত, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের উদ্বেগের কথা জানায়। তাদের আশঙ্কা যে পাকিস্তান হয়ত ভিন্ন পথে চলার প্রস্তুতি নিচ্ছে।
×