ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেন চলাচল বন্ধ

বিহারের রেলস্টেশনে মাওবাদী হামলা ভাংচুর

প্রকাশিত: ০৫:২১, ২১ ডিসেম্বর ২০১৭

বিহারের রেলস্টেশনে মাওবাদী হামলা ভাংচুর

ভারতের বিহার রাজ্যের একটি রেল স্টেশনের মঙ্গলবার গভীর রাতে মাওবাদীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এক পর্যায়ে তারা স্টেশনে আগুন লাগিয়ে দেয় ও দুই রেল কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে যায়। খরব ইন্ডিয়া টুডের। বিহারের মুঙ্গের এলাকার জামালপুর-কিউল রুটের মসুদান রেল স্টেশনে মাওবাদীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে পুড়ে গেছে স্টেশনের মূল্যবান সম্পদ। বন্ধ হয়ে যায় সিগন্যাল ব্যবস্থা। হামলার পর মাওবাদীরা ওই স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুকেশ কুমার ও এক রেলকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। সেই সঙ্গে তারা ঘোষণা করে ওই পথে ট্রেন চালানো যাবে না। বুধবার সকালে রেল কর্তৃপক্ষ ট্রেন চালানো শুরু করলে মাওবাদীরা ফের হুমকি দেয়, ট্রেন চালানো হলে হত্যা করা হবে অপহৃত দুই রেলকর্মীকে। এরপর রেল কর্তৃপক্ষ আবার বন্ধ করে দেয় ওই পথে ট্রেন চালানো। সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, বিহারের ওই এলাকাটি মাও অধ্যুষিত। মাওবাদীদের দমনের জন্য গত ১৮ ডিসেম্বর থেকে পুলিশ অপারেশন গ্রীন হান্ট শুরু করেছে। বুধবার সেই অভিযান শেষ হওয়ার কথা। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে ১৫ সদস্যের মাওবাদীদের একটি দল হামলা চালায় মসুদান রেলস্টেশনে। হামলাকারীদের ওই দলে নারী মাওবাদী সদস্যরাও ছিল বলে জানা গেছে।
×