ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুত উৎপাদনে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৪, ২১ ডিসেম্বর ২০১৭

নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুত উৎপাদনে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুত উৎপাদনে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। ভারত এখন নবায়নযোগ্য উৎস থেকে অন্তত ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করছে। অন্যদিকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুত উৎপাদন প্রকল্পগুলো ব্যর্থ হচ্ছে। দেশে সোলার হোম সিস্টেম ছাড়া কোন বড় প্রকল্পের কাজ এখনও শুরুই করা সম্ভব হয়নি। নবায়নযোগ্য জ্বালানিতে ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বুধবার ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা এবং দিল্লীর মধ্যে বৈঠকে ভারতের বিদ্যুত বিভাগের একজন যুগ্ম-সচিব এবং বাংলাদেশের পক্ষে বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব নেতৃত্ব দেন। উভয় দেশের মধ্যে আলোচনায় ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে প্রকল্প করার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে ভারতের সাপুরজি-পালনজি গ্রুপের বাংলাদেশের পাবনাতে ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুত কেন্দ্র, কক্সবাজারে ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুত উৎপাদন, বাসাবাড়ির ছাদে সৌর বিদ্যুত উৎপাদন নিয়ে আলোচনা হয়।
×