ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৭ জানুয়ারি

প্রকাশিত: ০৫:১১, ২১ ডিসেম্বর ২০১৭

সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৭ জানুয়ারি

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ৭ জানুয়ারি। এই অধিবেশন দশম সংসদের ১৯তম এবং নতুন বছরে অর্থাৎ ২০১৮ সালের প্রথম অধিবেশন। এই অধিবেশনের প্রথমদিন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ভাষণ দেবেন। জানুয়ারি মাসে শীতকাল থাকায় রেওয়াজ অনুযায়ী এই অধিবেশন শীতকালীন অধিবেশন হিসেবেই পরিচিত। বুধবার রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৯তম অধিবেশনের আহ্বান করেন। জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ৭ জানুয়ারি বিকেল চারটায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের স্থায়িত্বকাল, কী কী বিষয়ে আলোচনা হবে এবং সমাপ্তির তারিখ নির্ধারণ করা হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদীয় রীতি অনুযায়ী বছরের শুরুতে সংসদের অধিবেশনে প্রথমদিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। যে কারণে বছরের প্রথম এই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। এ বছর রাষ্ট্রপতির মূল ভাষণে ৭২ হাজার ৩৮৬টি শব্দ সঙ্কুলান করা হয়েছে। সংক্ষিপ্ত ভাষণে রাখা হয়েছে সাত হাজার ৪৫৭টি শব্দ। রাষ্ট্রপতির এই ভাষণ গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়। তবে সংশোধনী শেষে ভাষণের প্রকৃত আকার জানা যাবে। কারণ প্রতি বছরই চূড়ান্ত হওয়ার আগে ভাষণে কিছু সংযোজন-বিয়োজন হয়। আগামী ৪ জানুয়ারির মধ্যে ভাষণ চূড়ান্ত করা হবে। জানা গেছে, এবার রাষ্ট্রপতির ভাষণে নয়টি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ২০১৭ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এক ঘণ্টায় ৫ হাজার ৮০৬ শব্দের সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন। ২০১৮ সালের জন্য ভাষণও একই আকারের হতে পারে। রাষ্ট্রপতির ভাষণের ওপর অধিবেশনে আনা হবে ধন্যবাদ প্রস্তাব। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘ আলোচনা করবেন। সেক্ষেত্রে এ অধিবেশনের স্থায়িত্বকাল মার্চ পর্যন্ত গড়াতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র থেকে আভাস পাওয়া গেছে। এর আগে গত ২৩ নবেম্বর দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়। নতুন বছরের প্রথম অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরার সুযোগ পাবেন।
×