ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলিঙ্গনের জন্য শাস্তি

প্রকাশিত: ০৫:১০, ২১ ডিসেম্বর ২০১৭

আলিঙ্গনের জন্য শাস্তি

এক সহপাঠী স্কুলের প্রতিযোগিতায় খুব ভাল গান গেয়েছিল, তাই তাকে আলিঙ্গন করেছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রটি। ছাত্রটির দাবি, এক বছরের ছোট বান্ধবীকে অভিনন্দন জানাতেই জড়িয়ে ধরেছিল সে। কেরলের রাজধানী থিরুভনন্তপুরমের নামজাদা সেন্ট টমাস সেন্ট্রাল স্কুলের প্রিন্সিপাল সেবাস্টিয়ান জোসেফ বলেন, অভিনন্দন জানানোর জন্য অতক্ষণ ধরে আলিঙ্গনটা বাড়াবাড়ি। তিনি বলেন, অভিনন্দন জানাতে হলে দুই-তিন সেকেন্ডের জন্য কেউ আলিঙ্গন করছে, সেটা মানা যায়। কিন্তু ওই ছাত্র-ছাত্রী এতক্ষণ ধরে আলিঙ্গন করেছিল যে শিক্ষকদের এগিয়ে এসে সরিয়ে দিতে হয়েছিল দুজনকে। শুধু আলিঙ্গনেই শেষ হয়নি ব্যাপারটা। বান্ধবীকে অভিনন্দন জানানোর সেই ছবি আবার ইনস্টাগ্রামে পোস্টও করেছিল ওই ছাত্র। একই স্কুলে, এক ক্লাস নিচে পড়ে ছাত্রীটি। দুজনেরই দাবি, তারা দুই পরিবারের সম্মতি নিয়েই মেলামেশা করে বেশ কিছুদিন ধরেই। তবে এতক্ষণ ধরে ‘অভিনন্দন’ জানাতে ‘আলিঙ্গন’ করাটা স্কুল কর্তৃপক্ষের পছন্দ হয়নি, তাই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ছাত্র আর ছাত্রী দুজনকেই সাসপেন্ড করেছিল স্কুল। শুরু হয়েছিল নিজস্ব তদন্ত। ঘটনাটা চলতি বছরের জুলাই মাসের। কিন্তু সম্প্রতি কেরল হাইকোর্ট স্কুলের ওই সিদ্ধান্তের পক্ষেই রায় দেয়ায় বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। -বিবিসি অবলম্বনে।
×