ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশায় ঢাকা পদ্মা

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ১০ ঘণ্টা ফেরি বন্ধ

প্রকাশিত: ০৫:১০, ২১ ডিসেম্বর ২০১৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ১০ ঘণ্টা  ফেরি বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ ডিসেম্বর ॥ ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পদ্মানদী। ফলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিক ফেরি বন্ধ হলে মাঝ পদ্মায় ৫টি ফেরি আটকে পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বুধবার সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে অর্ধশত নৈশকোচসহ ৫ শতাধিক যানবাহন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা রাত থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কুয়াশা বাড়তে শুরু করে। রাত সাড়ে ১০টার দিক কুয়াশার প্রকোপ বৃদ্ধি পেলে নৌ চলাচলের দিক নির্দেশনামূলক বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে এ রুটের সকল ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মায় চলাচলরত ৫টি ফেরি নোঙ্গর করে রাখা হয়। এ সময় প্রচ- শীতে ফেরিতে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। নারী ও শিশু যাত্রীদের ভোগান্তি ছিল চরমে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে দূর পাল্লার অর্ধশত নৈশকোচসহ ৫ শতাধিক যানবাহন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশকিছু যানবাহন আটকে ছিল। ফেরি চলাচল স্বাভাবিক হলে আমরা যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করি।’
×