ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

নাগরিক আবহে পৌষমেলা শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৫:১০, ২১ ডিসেম্বর ২০১৭

নাগরিক আবহে পৌষমেলা শুরু হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ রকমারি পিঠা, লোকজসামগ্রী আর চিত্তবিনোদনের জন্য নাচ, গান, আবৃত্তি, পুঁথিপাঠ, সংযাত্রা কোন কিছুরই অভাব থাকছে না নগরকেন্দ্রীক ১৯তম পৌষমেলায়। রাজধানীর বাংলা একাডেমি চত্বরে আগামীকাল শুক্রবার সকালে প্রথা অনুযায়ী, আইলা জ্বালিয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এ উপলক্ষে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌষমেলা উদযাপন পরিষদ। এতে উপস্থিত ছিলেন পৌষমেলা উদযাপন পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন ও উদযাপন পরিষদের সমন্বয়ক মানজার চৌধুরী সুইট। গোলাম কুদ্দুছ বলেন, গত আঠারো বছর ধরে পৌষমেলা উদযাপন পরিষদ নাগরিক আবহে এ মেলার আয়োজন করে আসছে। অসাম্প্রদায়িক সংস্কৃতির চেতনায় নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের কাছে নিয়ে যেতেই এ আয়োজন। সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। তিনি বলেন, এবারের মেলায় থাকছে ৫০টি স্টল। মেলায় নানা রকম পিঠা-পুলি, লোকজসামগ্রীর পাশাপাশি থাকছে লোকজ গান, নৃত্য, আবৃত্তি, পুঁথিপাঠ, বাউলগান, সংযাত্রা, যাত্রা ও নৃত্যনাট্যের আয়োজন। শুক্র থেকে রবিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে ১০টা ও বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা এবং রবিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমিতে কবি মাহবুবুল হক শাকিলের জন্মদিন উদযাপিত আলোচনা, আবৃত্তি, গান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার প্রদানের মধ্যদিয়ে প্রয়াত কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের ৪৯তম জন্মোৎসব উদযাপন হয় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বুধবার বিকেলে। মাহবুবুল হক শাকিল সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ্যামিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের আহ্বায়ক কবি হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে তরুণ কবি রাসেল রায়হানকে ‘কবি মাহবুবুল হক শাকিল’ পুরস্কার প্রদান করা হয়। ময়মনসিংহের বাসিন্দা শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে। তার বাবা এ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি শাকিল ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে নবগঠিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরআই পরিচালনার দায়িত্ব পান। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়। এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন তিনি। রাজধানীর গুলশানের জাপানী রেস্তোরাঁ সামদাদোতে ২০১৬ সালের ৬ ডিসেম্বর শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাবেক এই ছাত্রনেতা নিয়মিত কবিতা লিখতেন। ‘খেরোখাতার পাতা থেকে’ ও ‘মন খারাপের গাড়ী’ নামে তার দুটি বই প্রকাশিত হয়েছে। তার স্ত্রী ও এক মেয়ে আছেন।
×