ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়াই মাস পর সাংবাদিক উৎপল দাশের হদিস মিলেছে

প্রকাশিত: ০৮:৩৮, ২০ ডিসেম্বর ২০১৭

আড়াই মাস পর সাংবাদিক উৎপল দাশের হদিস মিলেছে

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের প্রায় আড়াই মাস পর সাংবাদিক উৎপল দাশের হদিস মিলেছে। পরিবারে ফিরেছে স্বস্তি। তিনি বাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন। সাংবাদিক উৎপল দাশ তার মাকে মোবাইল ফোনে কল করে বলেন, তিনি বাড়ি আসছেন। একটু দূরে আছি ফিরতে দেরি হবে। মঙ্গলবার রাত সাড়ে বারোটায় জনকণ্ঠকে এ খবর নিশ্চিত করেন উৎপল দাশের বাবা চিত্তরঞ্জন দাশ। তিনি জনকণ্ঠকে বলেন, রাত সোয়া বারোটার দিকে আচমকা আমার স্ত্রীর মোবাইল ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে উৎপল কথা বলে। সে বাড়ির খোঁজখবর নেয়। পরিবারের সবার খোঁজ নেয়। এরপর জানায়, সে বাড়ি আসছে। আসতে দেরি হবে। কারণ হিসেবে বলে সে বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রয়েছে। তবে রূপগঞ্জের ঠিক কোন জায়গায় আছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি। এমন খবরের পর নানা জায়গা থেকে ফোন আসায় ব্যস্ততা বেড়ে যায়। এজন্য আর কোন কথা বলেননি। উৎপল দাশ গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ ছিল বলে তার বাবা জানান।
×