ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী জাতীয় নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন ॥ নাসিম

প্রকাশিত: ০৬:৩৮, ২০ ডিসেম্বর ২০১৭

আগামী জাতীয় নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। আগামী বছর ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সরকারে আছি। জনগণ না চাইলে থাকব না। এ নির্বাচন শুধু এমপি বা মন্ত্রী হওয়ার নির্বাচন নয়। এ নির্বাচন হলো অস্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আমরা চাই দেশের মানুষ আর যেন স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতায় না নিয়ে আসে। তারা আবার ক্ষমতায় এলে দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাবে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সনালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ)’র সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
×