ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত: ০৬:৩১, ২০ ডিসেম্বর ২০১৭

রূপগঞ্জে বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ ডিসেম্বর ॥ ইউএনওর হস্তক্ষেপে সুলতানা আক্তার নামে এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম এ বিয়ে বন্ধ করেন। সুলতানা আক্তার উপজেলার উত্তরপাড়া এলাকার সাদেক মিয়ার মেয়ে। ওই শিক্ষার্থী রূপগঞ্জ ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণী শিক্ষার্থী। সফিকুল ইসলাম জানান, ১৫ বছরের এক শিক্ষার্থীর বাল্যবিবাহ দেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। বরপক্ষ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি বিয়েটি বন্ধ করে দেন। ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। মঙ্গলবার সকালে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। জানা গেছে, ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ইউপি কমপ্লেক্স নির্মান করা হবে। ইউপি চেয়ারম্যান আলহাজ মোজাফ্ফর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। তিনি বলেন, দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ আধুনিকায়নে পরিচালিত করার লক্ষ্যে সরকার যুগোপযোগী ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। পর্যায়ক্রমে সব ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হবে।
×