ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী কাউন্সিলরের হাতে প্রধান প্রকৌশলী লাঞ্ছিত

প্রকাশিত: ০৬:৩০, ২০ ডিসেম্বর ২০১৭

নারী কাউন্সিলরের হাতে প্রধান প্রকৌশলী লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ উন্নয়ন কাজ নিয়ে দেন দরবারের এক পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনের হাতে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেট নগর ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নগর ভবন। কাউন্সিলর শামীমা স্বাধীনকে নগর ভবনের ৩০৪ নং কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। উপস্থিত কাউন্সিলররা বিক্ষুব্ধ কর্মচারীদের নিবৃত্ত করেন। জানা যায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে কাউন্সিলর শামীমা স্বাধীন নগর ভবনে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের কক্ষে যান। তিনি তার ওয়ার্ডে একটি উন্নয়ন কাজ করে দিতে বলেন নুর আজিজকে। এ সময় নুর আজিজ কাউন্সিলর শামীমা স্বাধীনকে এ কাজ করার এখতিয়ার নেই বলে জানালে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাউন্সিলর শামীমা। এ খবর নগর ভবনে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। মেয়র ঘটনাটি আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে মীমাংসা করার আশ্বাস দেন।
×