ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ সাড়ে ৫ ঘণ্টা

প্রকাশিত: ০৬:২৯, ২০ ডিসেম্বর ২০১৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ সাড়ে ৫ ঘণ্টা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস সাড়ে ৫ ঘণ্টা ঘন কুয়াশায় বন্ধ ছিল। এতে উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৬শ’ যান। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত এ নৌ-রুটে ফেরি চলাচলা বন্ধ থাকে। ফলে শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে যানবাহনের লাইন লম্বা হয়। দেখা দেয় যানজট। এতে করে যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। যানজট কমতে থাকে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ এজিএম শাহ খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, পদ্মা অববাহিকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। কুয়াশার তীব্রতা এতই বেশি ছিল যে খুব কাছের কোন বস্তুও দেখা যাচ্ছিল না। দৃষ্টিহীন ছিল নৌপথ। এ সময় ঝুঁকি এড়াতে সোমবার রাত ১২টা থেকে ফেরি চালাচল বন্ধ করে দেয়া হয়।
×