ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৬:২৮, ২০ ডিসেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত চার

হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ীতে মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বিপ্লব কুমার শীল (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫ জন। নিহত ব্যক্তি বিপ্লব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন দোপরহাট গ্রামের যতীন্দ্র কুমার শীলের ছেলে। ফরিদপুর বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ওবায়দুর শেখ নামের এক দিনমজুর নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নছিমনচালক আজিজার মল্লিককে (৩৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিনমজুর ওবায়দুর শেখ (৩০) পাশের পূর্ব ভাটদী গ্রামের জয়নাল শেখের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকালে ভাটদী বাজার এলাকায় একটি নছিমনে জ্বালানি কাঠ তুলছিলেন কয়েকজন দিনমজুর। বেলা সাড়ে ১১টার দিকে পল্লীবিদ্যুতের খাম্বা নিয়ে একটি ট্রাক চিতার বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের ধাক্কায় দিনমজুর ওবায়দুর ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন নছিমনচালক আজিজার মল্লিক। মৌলভীবাজার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক সড়কের ইসলামপুর এলাকায় সোমবার রাতে নিজ টমটমের চাকায় পিষ্ট হয়ে ড্রাইভার মন্টু পালের (৪৫) মৃত্যু হয়েছে। নিহত মন্টু একাটুনা ইউনিয়নের মনহরকোনা গ্রামের মৃত জগেশ পালের ছেলে। স্থানীয়রা জানান, মন্টু রাতে চাদর গায়ে দিয়ে টমটম চালানো অবস্থায় চাদরটি চাকায় বেঁধে গেলে রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের পলি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সান্তাহার বগুড়ার সান্তাহারে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের হবির মোড়ে। নিহত ব্যক্তি শহরের পাশের ছাতিয়ানগ্রামের মৃত রিয়াজ উদ্দিন পাহালোয়ানের ছেলে মোজাহার আলী পাহালোয়ান (৬৫)। জানা গেছে, ওই সময় মোজাহার আলী সাইকেলে সান্তাহার শহরে আসছিল। রাস্তা অতিক্রম করার সময় নওগাঁ থেকে বগুড়া অভিমুখী দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
×