ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালে নবজাতকবদলের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৭, ২০ ডিসেম্বর ২০১৭

ময়মনসিংহ মেডিক্যালে নবজাতকবদলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে নবজাতক বদল করার অভিযোগ উঠেছে। অভিযোগ হাসপাতালের লেবার ওয়ার্ডে নরমাল প্রসবের সময় ছেলে শিশুর কথা বলা হলেও পরে নবজাতক ওয়ার্ড থেকে ছুটি দেয়ার সময় মেয়ে শিশু নিতে বলা হয়। সোমবার রাতের এই ঘটনা নিয়ে ছেলে শিশুর দাবিদার স্বজনেরা হাসপাতালের নবজাতকের ওয়ার্ডে ও এই ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেনের প্রাইভেট চেম্বারের সামনে বিক্ষোভসহ ঘেরাও করে। পুলিশ এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মানবপাচার আইনে মঙ্গলবার মামলা দায়ের করেছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, হাসপাতালের নবজাতক ওয়ার্ডের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ শিশুর ডিএনএ টেস্টের উদ্যোগ নেয়া হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, সদরের বাদেকল্পা গ্রামের মনোয়ার হোসেন মনুর স্ত্রী পাপিয়া গত ১০ ডিসেম্বর বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে নরমাল সন্তান প্রসব করে। এ সময় বলা হয় শিশুটি ছেলে। শ্বাসকষ্টসহ কান্না না করায় ওইদিনই নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয় শিশুটিকে। গত ১৮ ডিসেম্বর বিকেলে ছুটি দেয়ার সময় মেয়ে শিশুকে মায়ের কাছে তুলে দেয়ায় ছেলে শিশুর দাবি করলে এই বিপত্তি দেখা দেয়।
×