ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনা-কলকাতা ট্রেনের স্টপেজ দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৬:২৫, ২০ ডিসেম্বর ২০১৭

খুলনা-কলকাতা ট্রেনের স্টপেজ দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খুলনা-কলকাতা যাত্রীট্রেনের যশোরে স্টপেজসহ ১১ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে রেল উন্নয়ন সংগ্রাম কমিটি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। সংগ্রাম কমিটির দাবি-দাওয়ার মধ্যে খুলনা-কলকাতা রুটের যাত্রীট্রেনের যশোরে স্টপেজ চালু ছাড়াও এই ট্রেনের ভাড়া কমানো, বেনাপোল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু, সকালে বেনাপোল-খুলনা পথে আরেকটি কমিউটার ট্রেন চালু, জরুরী ভিত্তিতে খুলনা-দর্শনা ডবল লাইনের কাজ শুরু, সব জেলাকে রেলের আওতায় আনা, কৃষিপণ্য ও কাঁচামাল পরিবহনের জন্য সব ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা, নিম্ন আয়ের যাত্রীদের সুবিধার্থে সাধারণ বগি যুক্ত করা, রেলের সম্পদ পুনরুদ্ধার, উন্নয়ন, দুর্নীতি, টিকেট কালোবাজারি বন্ধ করা, রেল কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিসমূহ পূরণ, বাসাবাড়ি বসবাসের উপযোগী করা, পোষ্যদের চাকরি প্রদান, যশোর রেলওয়ে হাসপাতাল চালু, স্টেশনগুলো আধুনিকায়ন, বসার স্থান, টয়লেট ও পরিষ্কার পানির ব্যবস্থা করা এবং সব স্টেশন থেকে দেশের যে কোন স্থানের অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা করা। এ সময় উপস্থিত ছিলেন ইকবাল কবির জাহিদ, এ্যাডভোকেট এনামুল হক, জাকির হোসেন হবি, ইলাহদাদ খান, হারুন-অর-রশিদ, জিল্লুর রহমান ভিটু, গোলাম মোস্তফা, যোগেষ দত্ত, শাহজাহান আলী, হাসিনুর রহমান, এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
×