ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্ব ॥ সমঝোতার চেষ্টা ব্যর্থ

প্রকাশিত: ০৬:২৪, ২০ ডিসেম্বর ২০১৭

দুই জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্ব ॥ সমঝোতার চেষ্টা ব্যর্থ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঝালকাঠি বাস মালিক সমিতি ও বরিশাল বাস মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে চলমান বিরোধ এবার চূড়ান্ত রূপ ধারণ করেছে। প্রশাসনের সকল বিভাগের সমঝোতার চেষ্টাকে নাকচ করে দিয়ে মঙ্গলবার দুপুরে নিজেদের রুট থেকেই পটুয়াখালী-কুয়াকাটা এবং ঝালকাঠি থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, বাগেরহাট ও খুলনা রুটে বাস সার্ভিস শুরু করার ঘোষণা দিয়েছে ঝালকাঠী বাস মালিক সমিতির নেতারা।জানা গেছে, ঝালকাঠি বাস মালিক সমিতি রায়পুরা থেকে বাস চালু করলে পুরো দক্ষিণাঞ্চলে বাস ধর্মঘটের ডাক দিবে বরিশাল বাস মালিক সমিতি। বরিশাল বাস মালিক সমিতির নেতারা জানান, ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা গায়ের জোরে দখলদারিত্ব নিতে চাচ্ছে। বিভাগের ছয় জেলার (পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি এবং বরিশাল) শ্রমিক সংগঠনের নেতাদের সাথে এবং বাস মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ঝালকাঠি এবং বরিশালের বাস মালিক সমিতির মুখোমুখি অবস্থানের কারণে বিভাগ জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
×