ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে সারভর্তি ট্রাক নদীতে

প্রকাশিত: ০৬:২০, ২০ ডিসেম্বর ২০১৭

দিনাজপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে সারভর্তি ট্রাক নদীতে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে ৩ জন আহত হয়েছেন। দিনাজপুর-পার্বতীপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভেঙ্গে যাওয়া ব্রিজের মেরামত সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে সড়ক বিভাগ ট্রাক মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল ৭টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীর উপরের বেইলি ব্রিজটি মাত্রাতিরিক্ত সার বোঝাই ট্রাকসহ ভেঙ্গে যায়। ১৫৫ মিটার দৈর্ঘ্যরে ব্রিজের ৩২ মিটার অংশ ভেঙ্গে যায়। ৭০০ বস্তা সারসহ ট্রাকটি নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী গোলাপ রায় জানান, সেতুর পাশে বালুর চরে দৌড়ের চর্চা করছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে যাই। ট্রাকটি সেতুর মাঝখানে ওঠামাত্র ট্রাকসহ সেতুটি ভেঙ্গে পড়ে। অপর একজন প্রত্যক্ষদর্শী জানান, সারবোঝাই ট্রাকটি সেতুতে ওঠামাত্র বিকট শব্দে ভেঙ্গে পড়ে। এলাকাবাসী ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকের হেলপার বাদশা মিয়া জানান, ট্রাকটি ৭০০ বস্তা সার নিয়ে যশোর নওয়াপাড়া থেকে পার্বতীপুর উপজেলায় যাচ্ছিল। সকালে অতিরিক্ত কুয়াশা থাকায় সেতুতে উঠার আগে, তা ঝুকিপূর্ণ বোঝা যায়নি। সারগুলো কারেন্টহাট বাজারের রফিকুল ইসলাম ও আজর শাহ নামে দুই ব্যবসায়ীর। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুম সারওয়ার জানান, কাঁকড়া নদীর বেইলি ব্রিজে সর্বোচ্চ ২০ টন মালামাল পারাপারের জন্য সাইনবোর্ড দেয়া আছে। কিন্তু ৭০০ বস্তা সারসহ ৪৩ টন ওজনের ট্রাকটি বেইলি ব্রিজ পার হওয়ার সময় ভেঙ্গে পড়ে। নির্বাহী প্রকৌশলী জানান, উক্ত ট্রাকের মালিকের নাম-ঠিকানা সংগ্রহের জন্য ইতোমধ্যে স্থানীয় বিআরটিএকে ট্রাকের নম্বর দেয়া হয়েছে। তিনি জানান, জরুরী ভিত্তিতে ব্রিজটি মেরামতের জন্য লালমনিরহাট জেলা থেকে বেইলি ব্রিজের ৩২ মিটার সরঞ্জাম আনার উদ্যোগ নেয়া হয়েছে।
×