ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভের টাকা ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর পরামর্শ

প্রকাশিত: ০৬:১৮, ২০ ডিসেম্বর ২০১৭

রিজার্ভের টাকা ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর পরামর্শ

চুরি যাওয়া রিজার্ভের টাকা ফিরিয়ে আনতে কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গবর্নর ড. ফরাসউদ্দিন এবং ড. আতিউর রহমান। তাদের মতে, সময় নষ্ট না করে এখনই ফেডারেল রিজার্ভের সাথে যোগাযোগ করে যৌথ মামলার প্রস্তুতি নেয়া দরকার। তবে, ফিলিপিনে থাকা বাংলাদেশি রাষ্ট্রদূতের মতে, প্রক্রিয়াটি এখন সে দেশের আইন অনুযায়ী এগুচ্ছে। তাই শিগগিরই ফেরত পাওয়ার সম্ভাবনা কম। ঘটনার শুরু থেকেই সোচ্চার সেদেশের সংবাদ মাধ্যম। বাংলাদেশেও শুরু হয় নানা তৎপরতা। আরসিবিসিসহ অন্যরা দোষী প্রমাণিত হয় নানাভাবে। কিন্তু, টাকা ফেরত পাওয়ার বদলে, মামলা গড়ায় দেশটির আদালত পর্যন্ত। যা এখন আটকে আছে বেশ কয়েক মাস ধরে। তাই, সে দেশে থাকে বাংলাদেশের রাষ্ট্রদূতের মতে, টাকা ফেরত পাওয়া এখন নির্ভর করছে দেশটির আইনি প্রক্রিয়ার ওপর। -অর্থনৈতিক রিপোর্টার বেঙ্গল মিট এখন কলাবাগানে সকল রকম পণ্য ও সেবা নিয়ে বেঙ্গল মিটের গুর্মে বুচার শপ এখন কলাবাগানে। আলতা প্লাজায় অবস্থিত এই দোকানটি ধানমন্ডি, কলাবাগান ও সংলগ্ন এলাকাজুড়ে সেবা প্রদান করবে। এছাড়াও শপটিতে চলছে শীতকালীন অফার; এতে থাকছে পাইকারি অর্ডারের ওপর বিশেষ মূল্যছাড়, ডাক ফেস্টিভ্যাল এবং মিট কার্নিভাল যেখানে বিভিন্ন ম্যারিনেটেড পণ্যের ফ্রি কুকিং, কিড্স ডে, ফুড টেস্টিং এবং থাকছে আরও অনেক কিছু। শারমিন লাকি - তারকা রন্ধনশিল্পী, পিন্টু রোজারিও- ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সিকিউটিভ সু-শেফ ও কলাবাগান শাখার প্রথম ক্রেতা গুর্মে শপটির উদ্বোধন করেছেন। -বিজ্ঞপ্তি
×