ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাকাবের ১৭৯ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

প্রকাশিত: ০৬:১৭, ২০ ডিসেম্বর ২০১৭

রাকাবের ১৭৯ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আয়োজিত গত দুইদিনের বিজয় মেলায় ১৭৯ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করা হয়েছে। ব্যাংকের এটা বিশাল সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকাব সূত্র জানায়, গত ১৭ ও ১৮ ডিসেম্বর ২দিন ব্যাপী ঋণ আদায় ও বিতরণ সংক্রান্ত বিজয় মেলায় বিপুল অঙ্কের এ ঋণ আদায় করা হয়েছে। এরমধ্যে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ২৯ কোটি টাকা এবং সম্ভাব্য শ্রেণীকৃত ঋণের পরিমাণ ১৪০ কোটি টাকা। বকেয়া ঋণ আদায়ের পাশাপাশি বিজয় মেলায় ফসলী ঋণ, ফার্মার্স ক্রেডিট ঋণ, বর্গাচাষীদের ঋণ, গ্রীণ ব্যাংকিং খাতে ঋণ, ৫% সুদে গাভী খাতে ঋণ, ৪% সুদে মসলাজাতীয় ঋণ।
×