ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও বগুড়ার হিমাগারে পড়ে আছে লাখ লাখ বস্তা আলু

প্রকাশিত: ০৬:১৭, ২০ ডিসেম্বর ২০১৭

রাজশাহী ও বগুড়ার হিমাগারে পড়ে আছে লাখ লাখ বস্তা আলু

অর্থনৈতিক রিপোর্টার ॥ হিমাগারে আলু রেখে লোকসানের মুখে পড়েছেন রাজশাহী ও বগুড়ার কৃষকরা। এরই মধ্যে নতুন আলু বাজারে আসতে শুরু করায়, পাল্লা দিয়ে কমছে পুরনো আলুর দাম। লোকসানের কারণে হিমাগার থেকে আলু তুলছেন না অনেকেই। ফলে হিমাগারে পড়ে আছে লাখ লাখ বস্তা আলু। এমন পরিস্থিতিতে বিপাকে হিমাগার মালিকরাও। তাই লোকসান এড়াতে সরকারীভাবে আলুর দাম নির্ধারণের দাবি জানিয়েছেন জয়পুরহাটের কৃষকরা। আলু বাঙালীর খাদ্য তালিকায় প্রিয় এক নাম। বাজারে সব পণ্যের দর যখন হাতের নাগালের বাইরে তখন পুরনো আলু পানির দামে ছাড়তে চাইলেও মিলছে না ক্রেতা। এ বছর রাজশাহীতে আলুর উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ। আর তাই যেন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পুরনো আলু পানির দামে মিললেও, ক্রেতাদের নজর নতুন আলোয়। এমন পরিস্থিতিতে, আলুর বিকল্প ব্যবহারের প্রতি জোর দেয়ার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। রাজশাহীর ৩৫টি কোল্ডস্টোরেজে পড়ে আছে লাখ লাখ বস্তা আলু। একই দশা বগুড়ার হিমাগারগুলোতেও। মজুদ রাখা পুরনো আলুর অর্ধেকই বিক্রি হয়নি। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ বছর অতি বৃষ্টির কারণে কৃষকরা আলু বীজ রোপণ করতে না পারায় সব আলু হিমায়িত অবস্থায় রয়ে গেছে। জয়পুরহাটের কৃষকদেরও গত বছর আলু চাষ করে লোকসান গুনতে হয়েছে।
×