ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনআরবি ব্যাংকের পর্ষদ থেকে তিন পরিচালকের পদত্যাগ

প্রকাশিত: ০৬:১৭, ২০ ডিসেম্বর ২০১৭

এনআরবি ব্যাংকের পর্ষদ থেকে তিন পরিচালকের পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন প্রজন্মের এনআরবি ব্যাংকের তিনজন উদ্যোক্তা পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন ডাঃ মাহিউল মুহাম্মদ খান মুকিত, আবু তাহের মোহাম্মদ আমানুল্লাহ ও ইঞ্জিনিয়ার মো. ইকরামুল হক। রবিবার অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় এ তিন উদ্যোক্তা পরিচালক পদত্যাগ করেন। পর্ষদের ওই সভায় ব্যাংকটির চেয়ারম্যান পদে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির পুনঃনির্বাচিত হয়েছেন। ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের এনআরবি ব্যাংকের মোট শেয়ারের ১৮ দশমিক ৩০ শতাংশ আছে পদত্যাগকারী তিন পরিচালকের কাছে। ঠিক কী কারণে এ তিন পরিচালক পদত্যাগ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়ার জন্য পদ খালি করতে তিন পরিচালক পদত্যাগ করেছেন বলে এনআরবি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি হাসানুল হক বণিক বার্তাকে জানিয়েছেন। পর্ষদ থেকে পদত্যাগ করা ডাঃ মাহিউল মুহাম্মদ খান মুকিত এনআরবি ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারধারী পরিচালক ছিলেন। বর্তমানে ব্যাংকটির সর্বোচ্চ ৭ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে যুক্তরাজ্যপ্রবাসী এ চিকিৎসকের কাছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসাবে ডাঃ মুকিতের ধারণকৃত ৩ কোটি ১২ লাখ ১ হাজার ২০০ শেয়ারের মূল্য প্রায় ৩১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা। এনআরবি ব্যাংকের তৃতীয় সর্বোচ্চ শেয়ারধারী পরিচালক ছিলেন আবু তাহের মোহাম্মদ আমানুল্লাহ। ব্যাংকটির মোট শেয়ারের ৬ শতাংশ রয়েছে সিঙ্গাপুরপ্রবাসী এ ব্যবসায়ীর। তার ধারণকৃত ২ কোটি ৪০ লাখ শেয়ারের অভিহিত মূল্য ২৪ কোটি টাকা। এছাড়া পর্ষদ থেকে পদত্যাগকারী অন্য পরিচালক ইঞ্জিনিয়ার মো. ইকরামুল হক মালয়েশিয়াপ্রবাসী ব্যবসায়ী। এনআরবি ব্যাংকের মোট শেয়ারের ৪ দশমিক ৫০ শতাংশ বা ১ কোটি ৮০ লাখ শেয়ার রয়েছে এ ব্যবসায়ীর কাছে। এ প্রসঙ্গে এনআরবি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি হাসানুল হক বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এনআরবি ব্যাংকের পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার কথা। আইনি বাধ্যবাধকতার কারণেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে তিনজন উদ্যোক্তা পরিচালক পদত্যাগ করেছেন। শিগগিরই স্বতন্ত্র পরিচালকদের নাম বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এনআরবি ব্যাংকের পরিচালকদের মধ্যে পারস্পরিক আস্থায় কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।
×