ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাল অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন

প্রকাশিত: ০৬:১৭, ২০ ডিসেম্বর ২০১৭

কাল অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০তম দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, দেশের ব্যাংকিং খাত ‘দুর্ঘটনার ঝুঁকি’তে রয়েছে। মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আবুল বারকাত এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা। অর্থনীতি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রঅতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক রেহমান সোবহান। এছাড়া ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ২৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফউদ্দিন চৌধুরী। তিন দিনব্যাপী সম্মেলনের বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধনী, ২৩ ডিসেম্বর বেলা ১২টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান এবং ১২টি কর্ম অধিবেশনসহ সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আবুল বারকাত বলেন, দেশে বিভিন্ন খাতে অনেক উন্নয়ন হচ্ছে। তবে যা উন্নয়ন হয়েছে সব দৃশ্যমান খাতে। যেমন পদ্মাসেতু, সড়ক যোগাযোগ ইত্যাদি। তবে স্বাস্থ্য, আর্থিক ব্যাংক, বীমা ও শিক্ষা খাতে তেমন উন্নয়ন হয়নি। এই খাতগুলো অদৃশ্যমান খাত। এই খাতে উন্নয়ন না হলে দেশে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কা থেকে যায়। ড. বারাকাত বলেন, ব্যাংকিং খাতে জবাবদিহিতার পরিবেশ নেই বললেই চলে। যার কারণে এই খাতে এত বেশি অনিয়ম।
×