ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৮ ব্যাংকের বিনিয়োগ ১ হাজার ৭৮১ কোটি টাকা

প্রকাশিত: ০৬:১৩, ২০ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে ৮ ব্যাংকের বিনিয়োগ ১ হাজার ৭৮১ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডে ৮ ব্যাংক প্রায় ১ হাজার ৭৮১ কোটি টাকা বিনিয়োগ করেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এই বিনিয়োগ দাঁড়িয়েছে। তবে গত ৩১ ডিসেম্বরের পরে সব কয়টি ব্যাংক কর্তৃপক্ষ বিনিয়োগ কমিয়েছে। ব্যাংকগুলোর আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক থাকলেও এর মধ্যে ৮টি ব্যাংকের আর্থিক হিসেবে শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। ব্যাংকগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক। শেয়ারবাজারে ৮টি ব্যাংকের চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে বিনিয়োগ দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ কোটি ৬৮ লাখ টাকা। যার পরিমাণ গত ৩১ ডিসেম্বর ছিল ২ হাজার ২৭২ কোটি ৮০ লাখ টাকা। এ হিসেবে ৯ মাসের ব্যবধানে বিনিয়োগ কমেছে ৪৯২ কোটি ১২ লাখ টাকার বা ২২ শতাংশ। উল্লিখিত, ৮টি ব্যাংকের মধ্যে শেয়ারবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে। ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ ৫৩০ কোটি ১৪ লাখ টাকা। এরপরে ৫২৯ কোটি ৬৮ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের বিনিয়োগের ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকা।
×