ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ-১৫ মহিলা ফুটবল নেপালকে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশিত: ০৬:১১, ২০ ডিসেম্বর ২০১৭

সাফ অনুর্ধ-১৫ মহিলা ফুটবল নেপালকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ফলটা অনুমেয়ই ছিল। শুধু প্রশ্ন ছিল সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার ভারত কত গোলে জিতবে? উত্তর পাওয়া গেছে পৌষের শেষ বিকেলে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় এই ম্যাচে তাদের কাছে শোচনীয়-অসহায় আত্মসমপর্ণ করেছে নেপাল। তারা হেরেছে ১০-০ গোলে। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। ম্যাচে হ্যাটট্রিক করে প্রিয়াঙ্কা দেবী নাওরেম এবং সুনীতা মান্দা। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় প্রিয়াঙ্কা (আগের ম্যাচেও একই কৃতিত্ব অর্জন)। টানা দ্বিতীয় হারে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল নেপাল-ভুটান। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ভারত এখন চার দলের মধ্যে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু গোল সংখ্যায় পিছিয়ে তারা। ভারতের গোল ১৩, বাংলাদেশের ৯। তাই বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে।
×