ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবল, চট্টগ্রাম আবাহনী ০-২ মুক্তিযোদ্ধা সংসদ

চট্টগ্রাম আবাহনীর হারে জমে উঠল শিরোপা লড়াই

প্রকাশিত: ০৬:১০, ২০ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রাম আবাহনীর হারে জমে উঠল শিরোপা লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ মুহূর্তে এসে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের শিরোপা লড়াই। আর এটি হয়েছে ১৮তম রাউন্ডের ম্যাচে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর হারে। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শিরোপা প্রত্যাশী বন্দর নগরীর দলটিকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এই হারে ১৮ ম্যাচ শেষে এখনও ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্ট্গ্রাম আবাহনী। তবে আজ শেখ জামাল ধানমন্ডি তাদের ম্যাচ জিতলে এককভাবে শীর্ষে উঠে আসবে। অন্যদিকে ঢাকা আবাহনীও ৪২ পয়েন্ট নিয়ে গোলগড়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর মুক্তিযোদ্ধা ১৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়ানোর স্বপ্ন দেখছে। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। বিরতির পর ৫৫ মিনিটে কাক্সিক্ষত গোল পায় মুক্তিযোদ্ধা। ডি বক্সের মধ্যে ডিফেন্ডার শ্যামল আহমেদ রনির ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন আরেক ডিফেন্ডার শফিকুল ইসলাম বিপুল (১-০)। এরপর গোল পরিশোধ দূরে থাক আরেকটি হজম করতে হয় বন্দর নগরীর দলকে। ৮৮ মিনিটে অসাধারণ গোল করে মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন নাইজিরিয়ান মাগালান আওয়ালা। আবাহনীর কর্নার কিক প্রতিহত হওয়ার পর মাঝ মাঠে বল পান আওয়ালা। এ সময় চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাও উঠে আসেন প্রায় মাঝ মাঠে। এরপর প্রতিপক্ষের গোলরক্ষকসহ তিনজনকে বোকা বানিয়ে প্রায় মাঝ মাঠ থেকে দারুণ শটে গোল করেন আওয়ালা (২-০)। পুরো ম্যাচেই এই বিদেশীকে আটকাতে হিমশিম খেতে হয় বন্দর নগরীর দলের রক্ষণভাগকে।
×