ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয়দিনের ফল

প্রকাশিত: ০৬:১০, ২০ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয়দিনের ফল

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে বাংলাদেশ যুব গেমসের প্রথম আসর। মঙ্গলবার দ্বিতীয়দিনে শরীয়তপুরে পুরুষ ব্যাডমিন্টনের চারটি ইভেন্টের সবক’টিতেই চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুর সদর। মহিলা বিভাগেও একই দল চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে মেয়েদের বিভাগে নড়িয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়। গাজীপুরে তায়কোয়ানদোতে ৫ স্বর্ণ, ১ রৌপ্য ও ৩ তাম্রপদক পেয়ে চ্যাম্পিয়ন হয় গাজীপুর সদর উপজেলা। কাবাডির বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় গাজীপুর সদর উপজেলা। ভলিবলে শ্রীপুর উপজেলা কালিয়াকৈর উপজেলাকে এবং গাজীপুর সদর উপজেলা কালীগঞ্জ উপজেলাকে হারায়। নেত্রকোনায় ফুটবলে মোহনগঞ্জ উপজেলা টাইব্রেকারে খালিয়াজুরি উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারায়ণগঞ্জে ফুটবলে ফাইনালে ওঠে সদর উপজেলা রূপগঞ্জ উপজেলাকে হারিয়ে। হ্যান্ডবলে সদর উপজেলা বন্দর উপজেলাকে, কাবাডিতে সদর উপজেলা বন্দর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বরিশালে পুরুষ আরচারিতে মুরাদ হোসেন মুন্না, মহিলা ইভেন্টে তিন্নি আক্তার প্রথম হন। ফুটবলে মুলাদী উপজেলা হারায় আগৈলঝাড়া উপজেলাকে। বরগুনায় মঙ্গলবার কাবাডির সেমিতে সদর উপজেলা আমতলী উপজেলাকে এবং পাথরঘাটা উপজেলা তালতলী উপজেলাকে হারায়। পাবনায় শূটিংয়ে এয়ার রাইফেল ওপেন সাইট ইভেন্টে লিমন হোসেন, এই ইভেন্টে মেয়েদের বিভাগে সুমাইয়া তাসনিম রিদা, এয়ার ম্যাচ রাইফেলে পুরুষ বিভাগে মামুনুর ইসলাম মমিন, এয়ার পিস্তল ইভেন্টে কাউসার ইসলাম সৌরভ, এয়ার ম্যাচ রাইফেলে কাউসার বিন হেলাল, মেয়েদের এয়ার পিস্তলে ফারহিন রহমান মিমি, এয়ার ম্যাচ রাইফেলে প্রজ্ঞাবহি বড়ুয়া; উশুতে থাউলুর চানচুয়ান ইভেন্টে মেহেদী ইসলাম জনি, বক্সিংয়ে ৪৪ কেজি ওজন শ্রেণীতে আবির হোসেন, ৪৬ কেজিতে ইনাম আহমেদ, ৪৮ কেজিতে ফয়সাল আহমেদ চঞ্চল, ৬০ কেজিতে রাহাত আল নোমান প্রথম হন। আরচারিতে ছেলেদের ৬০ মিটার ব্যক্তিগত রিকার্ভে তাওহিদ, মেয়েদের একই ইভেন্টে রিকার্ভে রাবেয়া প্রথম হয়। নওগাঁয় দাবায় চ্যাম্পিয়ন হয় নাদিম। ছেলেদের ব্যাডমিন্টনে এসএম রুম্মন শাহরিয়ার চ্যাম্পিয়ন হয়। রাঙ্গামাটিতে জুডোর -৪৫ কেজিতে তসলিম হোসেন, -৫০ কেজিতে একশন চাকমা, -৫৫ কেজিতে শিবলী চাকমা ও -৬০ কেজিতে দিপু দেওয়ান; বালিকা বিভাগে -৪৪ কেজিতে অন্তরা চাকমা, -৪৮ কেজিতে সুই প্রুমা মারমা এবং -৫২ কেজিতে চিক্কা চাকমা প্রথম হয়। বক্সিংয়ে ৪৪ কেজিতে জেনিন হাসান, ৪৬ কেজিতে প্রজ্ঞাধন চাকমা, ৪৯ কেজিতে জীবন ইসলাম, ৫২ কেজিতে টোটো চাকমা ও ৫৬ কেজিতে আর্য্য দ্বীপ চাকমা; বালিকা বিভাগে ৪৪ কেজিতে তাসলিমা আক্তার, ৪৬ কেজিতে আছমা আক্তার, ৪৮ কেজিতে রাখি তালুকদার ও ৫১ কেজিতে শিপা চাকমা; কারাতে প্রতিযোগিতায় -৪০ কেজিতে অমিত কান্তি দে, -৪৫ কেজিতে সুদর্শন চাকমা, -৫০ কেজিতে নির্মলেন্দু চাকমা, একক কাতায় অমিত কান্তি দে; বালিকা বিভাগে একক কাতায় শ্রাবন্তী তালুকদার, দলগত কাতায় সর্বোত্তম চাকমা, শ্রাবন্তী ও জসি চাকমা; -৪০ কেজিতে পান্না দে, -৪৫ কেজিতে রুমা চাকমা, -৫০ কেজিতে শ্রাবন্তী তালুকদার ও -৬০ কেজিতে জসি চাকমা প্রথম হয়। ফেনীতে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে আবদুল হক রাসেল, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে আরিফ হোসেন, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মোঃ আলমগীর, ১০০ মিটার ফ্রি স্টাইলে নুর নবী, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে আবদুল হক রাসেল, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ইসমাইল হোসেন, ২০০ মিটার ফ্রি স্ট্রাইলে আবদুল হক রাসেল প্রথম হয়। লক্ষ্মীপুরে ফুটবলে রামগতি উপজেলা রায়পুর উপজেলাকে ও কমলনগর উপজেলা রামগঞ্জ উপজেলাকে হারায়। সাতক্ষীরায় ভলিবলে সাতক্ষীরা সদর উপজেলা শ্যামনগর উপজেলাকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়।
×