ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আল-আমিনের বোলিং এ্যাকশন ত্রুটিপূর্ণ

প্রকাশিত: ০৬:০৮, ২০ ডিসেম্বর ২০১৭

আল-আমিনের বোলিং এ্যাকশন ত্রুটিপূর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ পেসার আল-আমিন হোসেনের বোলিং এ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে। এমনটিই ইঙ্গিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট ইনফর্মেশন ম্যানেজার নাসিরউদ্দিন আহমেদ নাসু। তিনি বলেছেন, ‘আল-আমিনের অনেকগুলো ম্যাচভিডিও আছে আমাদের কাছে। ভাল এঙ্গেল থেকেই আছে। মোটামুটি ভাল একটা প্রমাণ আছে। ওর বোলিংয়ে একটু ইস্যু আছে। সুতরাং ওকে রিহ্যাব করতে বলা হয়েছে। রিহ্যাব করে একটা জায়গায় আসলে তারপর ওর আমরা পরীক্ষা নিব।’ বোঝাই যাচ্ছে, আল-আমিনের বোলিংয়ে সত্যিই ত্রুটি ধরা পড়েছে। একজন বোলারের বোলিংয়ে যখন সমস্যা ধরা পড়ে এবং রিহ্যাব করতে বলা হয় তখন তার বোলিং ঠিক করা ছাড়া আর কোন উপায়ই থাকে না। বোলিং ঠিক করেই এখন আল-আমিনকে আবার পরীক্ষা দিতে হবে। নয়তো বোলিং থেকে দূরেই থাকতে হবে আল-আমিনকে। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা আল-আমিন হোসেনের বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছিল। ২৮ নবেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইটান্সের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে বল করেন আল-আমিন। সেই ওভারেই তার বোলিং নিয়ে সন্দেহ হয় ফিল্ড আম্পায়ারদের। এরপরই অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে বিপিএল পর্যন্ত খেলতে পারেন আল-আমিন। এর আগে ২০১৪ সালেও আরও একবার আল-আমিনের বোলিং এ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা পান তিনি। নাসু বলেছেন, ‘আমরা তো আমাদের যে এঙ্গেল থেকে ফুটেজ নেয়া দরকার, সেই এঙ্গেল থেকে ফুটেজ নিয়েছি। এখন আমরা এগুলো বিশ্লেষণ করব। ও যে বিপিএলে খেলেছে ওই ফুটেজগুলো আছে। ওগুলোর সঙ্গে মিলিয়ে দেখব আসলে ওর কি অবস্থা।’ সঙ্গে যোগ করেন, ‘আপাত দৃষ্টিতে খুব একটা খারাপ লাগে নাই। ম্যাচ ভিডিও কিন্তু সবচেয়ে বড় প্রমাণ। ম্যাচ ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে ওকে একটু পরীক্ষা করে দেখা দরকার। এখানে হাইস্পিড ক্যামেরা ব্যবহার করি, অনেক স্লো মোশন ক্যামেরা ব্যবহার করি। বিভিন্ন এঙ্গেল থেকে একটা বলকে নেই। একটা বলকে ছ’টা এঙ্গেল থেকে নেই। এইভাবে নিয়ে আমরা আসলে নিশ্চিত হতে চাচ্ছি, ওর আসল অবস্থা কি।’ শেষ পর্যন্ত অবশ্য আল-আমিনের ত্রুটি যে ধরা পড়েছে সেই ইঙ্গিত দিয়ে ফেলেছেন নাসিরউদ্দিন আহমেদ নাসু। তাতে আল-আমিনের ত্রুটি না সাড়া পর্যন্ত খেলতে পারবেন না। বোলিং করতে পারবেন না। যেহেতু তিনি একজন পেস বোলার। ব্যাটসম্যান নন। তাই তিনি ত্রুটি না সারানো পর্যন্ত খেলতে পারবেন না তা ধরেই নেয়া যায়। অলরাউন্ডার হলে ব্যাটিং করতে পারতেন। বোলিংটা পরীক্ষা দিয়ে পাস মার্ক নিয়েই করতে পারতেন। কিন্তু তিনি একজন বোলার। সেই বোলিং এ্যাকশনে ত্রুটিও আছে। সেই ত্রুটি দূর করার পর পরীক্ষা দিয়ে পাস করার পরই আল-আমিন খেলতে পারবেন।
×