ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য অনুষ্ঠানে বার্সিলোনার আর্জেন্টাইন তারকা পেলেন পিচিচি ও ডি স্টেফানো এ্যাওয়ার্ড, ;###;রিয়ালকে হারিয়ে বড়দিন উদযাপন করার আশা

জোড়া এ্যাওয়ার্ডে উজ্জ্বল মেসি

প্রকাশিত: ০৬:০৭, ২০ ডিসেম্বর ২০১৭

জোড়া এ্যাওয়ার্ডে উজ্জ্বল মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যক্তিগত লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে গত দুই বছর হারতে হয়েছে লিওনেল মেসিকে। তবে চলমান ২০১৭-১৮ মৌসুমে ঠিকই উজ্জ্বল বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। ইতোমধ্যে প্রায় সবদিক দিয়েই সি আর সেভেনকে পেছনে ফেলেছেন। তবে গত অর্থাৎ ২০১৬-১৭ মৌসুমে আরেকটি দিক দিয়ে রিয়াল মাদ্রিদ তারকাকে পেছনে ফেলেন বার্সা তারকা। ওই মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হন ক্ষুদে জাদুকর। যার পুরস্কারও পেলেন তিনি। সোমবার রাতে তিনি জোড়া এ্যাওয়ার্ড জিতেছেন। স্পেনের বার্সিলোনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেসির হাতে পিচিচি ও ডি স্টেফানো এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি জিতেন পাঁচবারের ফিফা সেরা তারকা। অন্যদিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ভোটে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মেসির হাতে উঠেছে ডি স্টেফানো এ্যাওয়ার্ড। কয়েকদিন আগেই ইউরোপিয়ান গোল্ডেন শ্যু এ্যাওয়ার্ড জেতেন মেসি। এরপর পেলেন জোড়া পুরস্কার। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে বার্সিলোনা। যদিও লস ব্লাঙ্কোসদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। শনিবারের এল ক্লাসিকোকে রিয়ালকে হারাতে পারলে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বার্সা। জোড়া এ্যাওয়ার্ড জয়ের পর উচ্ছ্বসিত মেসি বলেন, আমি এর আগে কয়েকটি এই পুরস্কার জিতেছি। এর আগের ট্রফিগুলো ছিল বেশ বড় এবং ভারি। আবার এটি জিততে পেরে আমি আনন্দিত এবং এই স্বীকৃতির জন্য মার্কাকে ধন্যবাদ দিতে চাই। রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে জিততে পারলে সেটি শিরোপা জয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে বলে মনে করেন মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি জিততে পারা হবে বেশ গুরুত্বপ্র্ণূ। এটি সবসময়ই স্পেশাল ম্যাচ। রিয়াল মাদ্রিদ, তাদের স্টেডিয়ামে এমন ম্যাচে জয় পাওয়াটা সবসময়ই বাড়তি সুবিধা। বর্তমানে ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। আর একম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ৩১। এদিকে মৌসুমের প্রথম ভাগে বার্সিলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেদের ফর্ম নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে সামনে রেখে দুই দলের দুই সুপারস্টার নিজেদের নামের প্রতি সুবিচার করতে শুরু করেছেন। রোনাল্ডোর একমাত্র গোলে ব্রাজিলিয়ান দল গ্রেমিওকে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের শিরোপা অক্ষুণœ রেখেছে রিয়াল। অন্যদিকে ডিপোর্টিভো লা করুনাকে লা লিগায় ৪-০ গোলে বিধ্বস্ত করা বার্সিলোনার হয়ে দুই গোল করেছেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। মৌসুমে মাদ্রিদের হতাশাজনক শুরুর পিছনে রোনাল্ডোর ফর্মহীনতাকে অনেকাংশেই দায়ী করা হচ্ছে। যদিও ধীরে ধীরে রোনল্ডো নিজেকে ফর্মে ফিরিয়ে এনেছেন। পর্তুগীজ তারকা লীগের প্রথম আট ম্যাচে মাত্র একটি গোল করেছেন। কিন্তু আবারও ফর্মে ফিরিয়ে এনে তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা। সবধরনের প্রতিযোগিতায় শেষ সাতটি ম্যাচে সি আর সেভেন করেছেন আট গোল। আবুধাবিতে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পরে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে বলেন, রোনাল্ডো রোনাল্ডোই। তাকে নিয়ে কখনই কোন সন্দেহ করার অবকাশ নেই। ফেব্রুয়ারিতে ৩৩ বছরে পা রাখতে যাওয়া রোনাল্ডো নিজের পারফর্মেন্স দিয়েই বারবার সমালোচকদের মুখ বন্ধ করেছেন। বার্সিলোনার বিপক্ষেও নিজেকে প্রমাণের মাধ্যমেই জয় ছিনিয়ে নিতে চান রোনাল্ডো। এ সম্পর্কে তিনি বলেছেন, আশা করছি ম্যাচটা জিতে প্রতিযোগিতায় রিয়ালের আশা টিকিয়ে রাখার। মৌসুমটা আবারও স্মরণীয় করে রাখতে চাই। নিজের সেরা খেলাটা দিয়ে দর্শকদের আনন্দ দিতে চাই।
×