ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাকার্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৪, ২০ ডিসেম্বর ২০১৭

জাকার্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ

কয়েকটি মুসলিম দলের আয়োজিত এ সমাবেশ থেকে বিশ্বের দেশগুলোকে ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পণ্য বর্জনের জন্য ইন্দোনেশীয়দেরু আহ্বান জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের মহাসচিব আনোয়ার আব্বাস এ আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড। এগুলোর কয়েকটিতে লেখা ছিল : ‘শান্তি, ভালবাসা এবং ফিলিস্তিনের মুক্তি চাই।’ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হলেও জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হওয়া জনতা পুলিশের বাধার মুখে পড়ে। নিরাপত্তা রক্ষায় ২০ হাজার সেনা-পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। ট্রাম্পের ঘোষণার পর থেকে রবিবার অনুষ্ঠিত এ বিক্ষোভই জাকার্তায় সবচেয়ে বড় বিক্ষোভ-সমাবেশ। সূত্র : ইন্টারনেট
×