ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুজরাট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি ॥ রাহুল

প্রকাশিত: ০৫:৪৫, ২০ ডিসেম্বর ২০১৭

গুজরাট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি ॥ রাহুল

ভারতীয় কংগ্রেস দলের নবনির্বাচিত সভাপতি রাহুল গান্ধী বলেছেন, গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি দল এক বড় ধাক্কা খেয়েছে। এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, তাদের রাজনৈতিক প্রচার জনগণের মধ্যে আগের মতো কাজ করছে না। খবর-টাইমস অব ইন্ডিয়া । নির্বাচন পরিস্থিতি নিয়ে মঙ্গলবার তার মতামত প্রকাশের সময় রাহুল গান্ধী গুজরাট ও ও হিমাচল রাজ্যে দলের পরাজয় মেনে নিয়ে গণরায়ের প্রতি শ্রদ্ধা জানান। রাহুল গান্ধী বলেন, আমি জানি গুজরাটের মানুষ আর মোদিজি মডেলের রাজনীতিতে আস্থাশীল নয়-তবে তাদের প্রচার প্রপাগান্ডা বেশ ভাল ছিল কিন্তু এগুলো অন্তঃসারশূন্য, তারা আমাদের জিজ্ঞাসার কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। রাহুল গান্ধী বলেন, গুজরাটের নির্বাচনী ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা এবং বিজেপি শাসনের সম্প্রসারণকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গুজরাটের মানুষ এই বার্তাই দিয়েছে যে, ক্রোধ ও ঘৃণার রাজনীতিকে ভালবাসার রাজনীতি পরাভূত করতে করতে পারে যে ভালবাসার রাজনীতি কংগ্রেসের আদর্শ। উল্লেখ্য, গুজরাটে বিজেপি ১৮২টি আসনের মধ্যে ৯৯টি আসন পেয়ে জয়ী হয়েছে ঠিকই কিন্তু তারা আশানুরূপ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
×