ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সেতুর ওপর ট্রেন লাইনচ্যুত ॥ নিহত ৩

প্রকাশিত: ০৫:৪৪, ২০ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রে সেতুর ওপর ট্রেন লাইনচ্যুত ॥ নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ডুপন্ট শহরের কাছে একটি মহাসড়কের ওপরের সেতুতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিয়াটল থেকে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি নিচে মহাসড়কের ওপর পড়ে যায়। খবর বিবিসির। স্থানীয় সময় ভোর ৬টায় ট্রেন ৫০১ সিয়াটল থেকে রওনা হয়ে দক্ষিণে পোর্টল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। নতুন, সংক্ষিপ্ত এই রুটে এটিই ছিল যাত্রীবাহী ট্রেনটির প্রথম যাত্রা। এর আগে এই রুটে শুধু মালবাহী ট্রেন চলাচল করত। এ ঘটনায় আহত ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের আঘাতই গুরুতর। ওয়াশিংটন স্টেট পেট্রলের মুখপাত্র ব্রুক বোভা জানিয়েছেন, ট্রেনটির ১৪টি বগির মধ্যে ১৩টি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিতে ৭৭ যাত্রী ও সাতজন ক্রু ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
×