ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেরুজালেমের স্বীকৃতি বাতিল প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

প্রকাশিত: ০৫:৪৪, ২০ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমের স্বীকৃতি বাতিল প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তা প্রত্যাহারের আহ্বান জানানো এক খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র মিসর প্রস্তাবটি উত্থাপন করে। বিবিসি, গার্ডিয়ান। মিসরের তৈরি ও উত্থাপিত ওই প্রস্তাবটিতে বলা হয়েছিল, পবিত্র শহর জেরুজালেমের চরিত্র, মর্যাদা বা জনতাত্ত্বিক মিশ্রণকে পরিবর্তন করার উদ্দেশ্য নেয়া যে কোন সিদ্ধান্ত বা পদক্ষেপের কোন আইনী মর্যাদা নেই, এগুলো অকার্যকর এবং নিরাপত্তা পরিষদের ঘোষিত প্রস্তাবের আলোকে এগুলো বাতিল যোগ্য। তবে এতে সুর্নিদিষ্টভাবে যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের কোন নাম উল্লেখ করা হয়নি। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি বলেন, এখানে এই নিরাপত্তা পরিষদে আমরা যা প্রত্যক্ষ করলাম তা একটি অপমান।
×