ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ’

প্রকাশিত: ০৫:৪২, ২০ ডিসেম্বর ২০১৭

‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ’

হবিগঞ্জ জেলায় চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া মেডিক্যাল কলেজের নামকরণ করা হলো ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ’। মঙ্গলবার দুপুরে এ নামকরণের চূড়ান্ত চিঠি গ্রহণ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ্যাডভোকেট মোঃ আবু জাহির জানান, গত ২৯ নবেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভায় তিনি হবিগঞ্জ মেডিক্যাল কলেজটির নাম ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ’ করার প্রস্তাব রাখেন। পরবর্তীতে গত ১৪ ডিসেম্বর এ নামকরণের সিদ্ধান্ত সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। মঙ্গলবার বিষয়টি অবগত করা হয় হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ইতোমধ্যে প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। -বাসস
×