ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানাডায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ০৫:৪১, ২০ ডিসেম্বর ২০১৭

কানাডায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে কানাডার অটোয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। এ সময় দূতাবাসের সকল কূটনীতিক, হাই কমিশনারের সহধর্মিণী, কূটনীতিকদের পরিবার ও? মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলনের পর ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজয় দিবসের কর্মসূচীর দ্বিতীয় ভাগে ১৭ ডিসেম্বর রবিবার অটোয়ার ব্রন্সন সেন্টারের ম্যাক হলে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হাই কমিশন। অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে প্রেরিত রাষ্ট্রপতির বাণী পাঠ করেন হাই কমিশনের মিনিস্টার নাইমউদ্দিন আহমেদ। মাননীয় প্রধামন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মোঃ সাখাওয়াত হোসেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (রাজনৈতিক) আলাউদ্দিন ভুঁইয়া এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (কন্স্যুলার) অপর্ণা রাণী পাল। -বিজ্ঞপ্তি
×