ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু ॥ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৪১, ২০ ডিসেম্বর ২০১৭

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু ॥ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় মায়ের কোল থেকে পড়ে পাঁচ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার সঙ্গে এ ঘটনার কোন সর্ম্পক নেই বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার ওসি। ওই ছিনতাইকারীকে গ্রেফতারে পুরো ঢাকা চষে বেড়াচ্ছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকা-ে জড়িত ওই ছিনতাইকারী গ্রেফতার হয়নি। গত ১৮ ডিসেম্বর ভোর সোয়া ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন দয়াগঞ্জ রেলসেতুর মাত্র একশ’ গজ পূর্ব দিকে ঘটনাটি ঘটে। আরাফাত, তার ভাই আল আমিনকে সঙ্গে নিয়ে পিতা শাহ আলম গাজী ও মা আকলিমা বেগম রিক্সায় করে যাত্রাবাড়ির শনিরআখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন। রিক্সাটি রেলসেতুর পূর্ব পার্শ্বে গেলে এক ছিনতাইকারী আরাফাতের মায়ের ব্যাগ জোরে টান মেরে ছিনিয়ে নেয়। ব্যাগ রক্ষা করার চেষ্টা করতে গেলে কোলে থাকা আরাফাত পিচঢালা রাস্তায় পড়ে যায়। নাক ও মাথা থেতলে গেলে আরাফাতের মৃত্যু হয়। এমন ঘটনার পর যাত্রাবাড়ি থানার এএসআই বদরুল হোসেনকে প্রত্যাহার করে পুলিশের ওয়ারি বিভাগ। বদরুল সেখানে শিশু আরাফাতের মৃত্যু হয়েছে, সেখানে থাকা একটি পুলিশ চেকপোষ্টের দায়িত্বে ছিলেন। দায়িত্ব অবহেলার জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। তবে যাত্রাবাড়ি থানার ওসি আনিছুর রহমান জনকণ্ঠকে বলেন, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনার সঙ্গে শিশু মৃত্যুর কোন সর্ম্পক নেই। দায়িত্বে অবহেলার জন্য প্রশাসনিক কারণে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
×