ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষকতাকে শুধু টাকা উপার্জনের পথ হিসেবে বেছে নিলে হবে না ॥ ইয়াফেস

প্রকাশিত: ০৫:৪০, ২০ ডিসেম্বর ২০১৭

শিক্ষকতাকে শুধু টাকা উপার্জনের পথ হিসেবে বেছে নিলে হবে না ॥ ইয়াফেস

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, শিক্ষকতা পেশাকে শুধু টাকা উপার্জনের পথ হিসেবে বেছে নিলে হবে না। বরং কষ্ট ও ত্যাগ স্বীকার করে দেশের নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত ‘বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণে বিজ্ঞান জাদুঘরের উদ্যোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের করণীয়’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকার আগারগাঁও জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান জাদুঘরের সিনিয়র কিউরেটর মোঃ বদিয়ার রহমান। বক্তব্য রাখেন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক মঞ্জুর রহমান।
×