ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ৩০ লাখ প্যাকেট ওরস্যালাইন দিল ইউএস এআইডি

প্রকাশিত: ০৫:২৪, ২০ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ৩০ লাখ প্যাকেট ওরস্যালাইন দিল ইউএস এআইডি

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ৩০ লাখ প্যাকেট ওরস্যালাইন দিয়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ইউএসএআইডির পক্ষ থেকে এসব ওরস্যালাইনের প্যাকেট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। আগস্টের ২৪ তারিখ থেকে যুক্তরাষ্ট্র সরকার ৬ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গার জন্য ৯০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ সহায়তা দিয়েছে। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৭ সালের সেপ্টেম্বরে রোহিঙ্গাদের সহায়তায় জরুরী স্বাস্থ্য সেবা সামগ্রী ক্রয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ইউএসএআইডি এই ৩০ লাখ ওরস্যালাইন স্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেডের কাছ থেকে ক্রয় করেছে। ওরস্যালাইনের এসব প্যাকেট এখন কক্সবাজার যাবে। সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটি সঠিকভাবে বিতরণ করা হবে।
×