ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আব্দুল হাই বাচ্চুকে ফের তলব করেছে দুদক

প্রকাশিত: ০৫:২৩, ২০ ডিসেম্বর ২০১৭

 আব্দুল হাই বাচ্চুকে  ফের তলব  করেছে দুদক

অর্থনৈতিক রিপোর্টার ॥ অসুস্থতার কারণ দেখিয়ে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এক মাস সময় চাইলেও তা না দিয়ে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে ফের তলব করছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তার সম্পদ অনুসন্ধানে একজন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। এর আগে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে দুদকের তলবে গত ৪ ডিসেম্বর প্রথম হাজির হন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বাচ্চু। একদিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। তৃতীয় দিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে এক মাস সময় চেয়ে আবেদন করেন। কমিশন তার ওই আবেদন গ্রহণ করেননি বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান প্রণব ভট্টচার্য্য। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তলব করে শীঘ্রই নতুন নোটিস পাঠানো হবে। তাতে সাড়া না দিলে বাচ্চুর বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।
×