ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদ দেখা গেছে ॥ ৩০ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

প্রকাশিত: ০৫:২১, ২০ ডিসেম্বর ২০১৭

চাঁদ দেখা গেছে ॥ ৩০ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী, ১৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৩৯ হিজরী সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। খবর বাসস’র। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
×