ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় পতাকার অবমাননা করলেন নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক

প্রকাশিত: ০৫:২০, ২০ ডিসেম্বর ২০১৭

জাতীয় পতাকার অবমাননা করলেন নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ ডিসেম্বর ॥ নাটোর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পতাকা সম্মলিত গাড়ি নাটোর জজকোর্টের সামনে দেখে উৎসুক জনতা পরিচয় জানতে চাইলে উপ-ব্যবস্থাপক দিপ্তি তাদের উপর চড়াও হন। উত্তেজিত জনতা ঘণ্টাখানেক গাড়িসহ তাকে অবরুদ্ধ করে রাখে। পরে সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন। এ প্রসঙ্গে সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, বিসিকের উপ-ব্যবস্থাপক দিপ্তি গাড়িতে জাতীয় পতাকা টাঙ্গিয়ে ঘোরাফেরার নিজে স্বচক্ষে দেখেছেন। পরে আইন লঙ্ঘনের বিষয়টি জানতে চাইলে উপ-ব্যবস্থাপক বলে গাড়িটি তার না। তার স্বামী আইনজীবী লুৎফর রহমান বাবুর। তিনি গাড়িটি ব্যবহার করেন বললে ভুল হয়েছে বলে সবার কাছে মাফ চান। খবর পেয়ে আইনজীবী বাবু এসে গাড়ি থেকে পতাকা খুলে তার স্ত্রীকে নিয়ে সটকে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে এক আইনজীবী জানান, ১৯৭২ সালে একটি আইনের মাধ্যমে জাতীয় পতাকা ব্যবহারের যাবতীয় বিধি বর্ণিত হয়েছে। আইনটির ৭ ধারায় জাতীয় পতাকার মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে। এক্ষেত্রে নাটোর বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তি আইন লঙ্ঘন করেছেন। জাতীয় পতাকার অবমাননার বিষয়টি জানতে উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগটি কেটে দেন। পরে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু জানান, জাতীয় পতাকা ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করে নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক আইন লঙ্ঘন করেছেন। এডিএমএর কাছেও এমন অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, নাটোর বিসিক শিল্প নগরীর স্টেট অফিসার থাকা অবস্থায় নানা অভিযোগে অভিযুক্ত ছিলেন দিলরুবা দিপ্তি। শিল্প নগরীতে নতুন নতুন শিল্প-কলকারখানা গড়ে উঠার কথা সেখানে নিয়ম নীতিকে তোয়াক্কা না করে গড়ে উঠেছে একাধিক আবাসিক ভবন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসনের তদন্ত কমিটি বিসিকে দিপ্তির নানা অনিয়মের প্রমাণও পান। তারপরেও সম্প্রতি দিলরুবা দিপ্তি স্টেট অফিসার থেকে উপ-ব্যবস্থাপক পদে পদোন্ননি পান।
×