ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে সহায়তা করতেই ভারত মুক্তিযুদ্ধে অংশ নেয় ॥ জয় ভগওয়ান সিং

প্রকাশিত: ০৮:০৩, ১৯ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশকে সহায়তা করতেই ভারত মুক্তিযুদ্ধে অংশ নেয় ॥ জয় ভগওয়ান সিং

কূটনৈতিক রিপোর্টার ॥ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধুমাত্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত ভারতীয় মিত্র বাহিনীর প্রতিনিধি দলের নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব) জয় ভগওয়ান সিং যাদব। তিনি বলেছেন, বাংলাদেশ সহায়তা চেয়েছিল বলেই ভারত এই যুদ্ধে অংশ নেয়। ভারত বাংলাদেশকে সহায়তা করতেই মিত্রবাহিনী হিসেবে যুদ্ধে অংশ নেয়। সোমবার রাজধানীর হোটেল রেডিসনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ১৯৭১ সালের ভারত ও রাশিয়ার মিত্রবাহিনীর একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। ভারতীয় মিত্র বাহিনীর প্রতিনিধি দলের নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব) জয় ভগওয়ান সিং যাদব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই কমন শত্রু ছিল পাকিস্তান। তিনি বলেন, পাকিস্তানী বাহিনী সেই সময় ভারতীয় সীমান্তের মধ্যে আট-নয় কিলোমিটার ভেতরে প্রবেশ করে। তাই ভারতও এই যুদ্ধে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, কয়েক দিন ধরে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে অপপ্রচার চলছিল যে, ১৯৭১ সালের যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের যুদ্ধ। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ভারতীয় মিত্র বাহিনীর প্রতিনিধি দলের নেতা মুক্তিযুদ্ধে ভারতের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের এখন জঙ্গী ও সন্ত্রাসবাদ একটি সমস্যা। দুই দেশকেই একযোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলা করতে হবে। জয় ভগওয়ান সিং যাদব বলেন, বাংলাদেশের এখন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অনেক শপিং মল, ব্রিজ, রোড, বিশ্ববিদ্যালয় প্রভৃতি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের পথে পরিচালনা করছেন। উল্লেখ্য, ভারতের মিত্র বাহিনীর প্রতিনিধি দলের নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব) জয় ভগওয়ান সিং যাদব মুক্তিযুদ্ধের সময় রাজশাহী-রংপুর অঞ্চলে মিত্র বাহিনীর পক্ষে যুদ্ধ করেন। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন।
×