ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে এসেছেন তুর্কী প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৭, ১৯ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে এসেছেন তুর্কী প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সোমবার রাতে তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন। তুরস্কের প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তবে তুরস্কের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্যই হলো রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ। আগামীকাল বুধবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বিনালি ইলদিরিমের সফরকালে রোহিঙ্গা সমস্যার বিষয়ে বাংলাদেশের নীতির সঙ্গে তুরস্কের সমর্থন থাকায় এই ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশে অবস্থিত সব রোহিঙ্গার প্রত্যাবাসন, রাখাইনে নিরাপদ পরিবেশ এবং কোফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শ কমিশনের পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশ। এই তিনটি বিষয়ে তুরস্কের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কঠোর সমালোচনাও করেছেন। তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচিকেও কঠোর হুঁশিয়ার করেছেন। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে একাধিকবার বিবৃতি দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি একে গণহত্যা বলেও উল্লেখ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের বিষয়ে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকারও করেছেন।
×